গত রবিবার মক্কার হিলটন হোটেলে বাংলাদেশ প্রবাসী সাংবাদিক সংস্থা (বাপ্রসাস) প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীর একান্ত বৈঠক অনুষ্টিত হয়। বৈঠকে বাংলাদেশ দূতাবাসে দ্রুত সময়ের মধ্যে প্রেস-উইং খোলার আশ্বাস প্রদান করেন তিনি।
তিনি বলেন, প্রবাসে যারা আছেন তারা যেমন দেশের সংবাদ জানতে উন্মুখ তেমনি দেশের মানুষ ও প্রবাসীদের খবর জানতে উন্মুখ থাকেন। যে কারণে দেশের জন্য প্রবাসী বাংলাদেশিদের সাংবাদিকতা করার গুরুত্ব রয়েছে, আর এটিকে সহায়তা করার জন্য প্রেস-উইং থাকা জরুরী। প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের তথ্য সহায়তাসহ স্থানীয় মিডিয়ার সংবাদ মনিটর করার জন্য প্রেস-উইং এর গুরুত্ব অপরিসীম।
ইকবাল সোবহান চৌধুরী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশে অধিকাংশ চ্যানেল সহ অনলাইন ও মুদ্রন পত্রিকার অনুমোদন দিয়ে বর্তমান সময়ে অবাধ তথ্য আদান-প্রদানে বড় ধরনের ভূমিকা তৈরি হয়েছে। যার মাধ্যমে বিদেশে বসে প্রবাসীরা দ্রুত সময়ে বাংলাদেশের সব ধরনের খবর জানতে পারছেন। সে হিসাবে বিদেশে অবস্থানরত বাংলাদেশি সাংবাদিকরা তাদের চ্যানেল, অনলাইনও মুদ্রন পত্রিকায় তথ্য প্রদানে দূতাবাসে প্রেস উইং বড় ধরনের সহযোগিতা দিতে পারে।
বিশ্বের অনেক দেশে বাংলাদেশের দূতাবাস গুলোতে প্রেস-উইং রয়েছে স্বীকার করে ইকবাল সোবহান চৌধুরী আরও বলেন, সৌদি আরব পৄথিবীর মুসলিম দেশ গুলোর অন্যতম। প্রায় ২০লাখ বিভিন্ন পেশার বাংলাদেশিদের অবস্থান এখানে। যাদের জন্য তথ্য সহযোগিতায় প্রেস-উইং থাকাটা প্রাসঙ্গিক গুরুত্বপুর্ণ।
তিনি বাপ্রসাস প্রতিনিধিদের আশ্বস্থ করে বলেন, দেশে ফিরে গিয়ে প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রনালয় ও তথ্যমন্ত্রনালয়ের কাছে বিষয়টি তুলে ধরে দ্রুত সময়ের মধ্যে পেশাজীবি সাংবাদিক নিয়োগ করে সৌদি আরবের রিয়াদ দূতাবাস এবং জেদ্দার কনস্যুলেটে একটি করে দুটি প্রেস-উইং খোলার ব্যবস্থা করা হবে।
তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের দুটি প্রেস-উইং থেকে এক দিকে যেমন প্রবাসী বাংলাদেশি সাংবাদিকরা তথ্য আদান প্রদানে সহায়তা নিতে পারবেন তেমনি সৌদি আরবের সংবাদমাধ্যমে সঠিক তথ্য সহযোগিতায় দুতাবাস কাজ করতে পারবে।
উল্লেখ্য, গত ৩ জুলাই ইকবাল সোবহান চৌধুরী পবিত্র ওমরাহ পালনে সৌদি আরব আসেন। ২০ থেকে ২৯ রমজান পর্যন্ত মদিনায় ইতেকাফ করেন। মদিনায় পবিত্র ঈদুল ফিতর শেষে পরদিন মক্কায় ফিরে আসেন। এছাড়া জেদ্দা ও মক্কায় বাংলাদেশি কমিউনিটি আয়োজিত বেশ কিছু অনুষ্টানে যোগ দেন তিনি। গত ২১ জুলাই ভোরে জেদ্দা বিমান বন্দর থেকে দেশের পথে সৌদি আরব ছাড়েন তিনি।