‘রাজনৈতিক দলের অনুষ্ঠানে রাজনৈতিক বক্তব্য নিষিদ্ধ’ করার ঘটনাটি ‘টক অব দ্য কম্যুনিটি’তে পরিণত হয়েছে। রবিবার নিউইয়র্কে পালকি পার্টি সেন্টারে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ‘ঈদ পুনর্মিলনী’ অনুষ্ঠানে এমন বিধি আরোপ করা হয়েছিল। বক্তাদের সকলেই ঈদের শুভেচ্ছা বিনিময়মূলক বক্তব্য রেখেছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ কে এ মোমেন। সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. আকতার হোসেন।
হোস্ট সংগঠনের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদের পরিচালনায় মঞ্চে উপবেশন করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ বশারত আলী, মাহবুবুর রহমান, সামসুদ্দীন আজাদ ও লুৎফুল কবীর, যুগ্ম সম্পাদক আব্দুস সামাদ আজাদ ও আইরীন পারভিন, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, মহিউদ্দিন দেওয়ান ও আব্দুল হাসিব হাসনু, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম, কৃষি বিষয়ক সম্পাদক আশরাফুজ্জামান, কোষাধ্যক্ষ মনসুর খান, মহিলা বিষয়ক সম্পাদক শিরীন আক্তার দীবা এবং উপদেষ্টা ডা. মাসুদুল হাসান। অনুষ্ঠানে নবগঠিত যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান ও সাধারণ সম্পাদক আলামিন আকনকে পরিচয় করিয়ে দেয়া হয়।
এই প্রথম প্রবাসে কোন রাজনৈতিক দলের অনুষ্ঠানে রাজনৈতিক বক্তব্য পরিহারের ঘটনা ঘটলো বলে প্রবীণ প্রবাসীরা জানান। রাজনৈতিক বক্তব্য না রাখতে দেয়ায় অনেকে অস্বস্তিবোধ করেন। কারণ তারা ঈদের আমেজে বক্তব্য প্রদানে অভ্যস্ত নন এবং প্রতিপক্ষ রাজনৈতিক দলের কর্মকাণ্ডের সমালোচনা করতে না পারায় তারা উচ্চস্বরে কথাও বলতে পারেননি। এরফলে সামগ্রিক পরিস্থিতি ছিল নিতান্তই নির্মল আনন্দদায়ক। হাসি-খুশীর মাঝ দিয়েই অতিবাহিত হয় বক্তৃতা পর্ব।
তবে সভাপতির সমাপনী বক্তব্যে আকতার হোসেন বলেন, ‘জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে আগামী সেপ্টেম্বরের শেষ সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এই সফরকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সর্বস্তরের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। নিউইয়র্কে তাকে বিরাট আয়োজনে গণসংবর্ধনার প্রস্তুতি এখন থেকেই নিতে হবে।’
রাজনৈতিক বক্তব্য নিষিদ্ধ প্রসঙ্গে আকতার হোসেন বলেন, ‘রাজনীতি মিশে রয়েছে সারা শরীরে। সবসময় রাজনীতির মধ্যেই সকলে ডুবে রয়েছি। তাই ঈদের এ অনুষ্ঠান কেবলই শুভেচ্ছা বিনিময়ের মধ্যে রাখতে চেয়েছি এবং সকলেই তা দারুণভাবে উপভোগ করেছেন।’
শেষে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এই পর্ব পরিচালনা করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ। এতে প্রবাসের জনপ্রিয় শিল্পী তানভীর শাহীন, শাহরীন সুলতানা, আব্দুল আলীম ও শম্পা জামান সঙ্গীত পরিবেশন করেন।
বিডি-প্রতিদিন/ ২৩ জুলাই, ২০১৫/ রশিদা