দুবাইয়ে সদ্য প্রয়াত নাট্যব্যক্তিত্ব ও ইউএই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ এম আব্দুল্লাহর মৃত্যুতে শুক্রবার শোকসভা করেছে দুবাই আওয়ামী লীগ আবির শাখা।
আবির বি এন্ড কিউ রেস্টুরেন্টে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন প্রকৌশলী মনোয়ার হোসেন। সংগঠনের সভাপতি হাজী আনিছুর রহমানের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন হাজী শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী মহিউদ্দীন ইকবাল, আব্দুল আওয়াল, মাসুক আহমেদ রুমেল, সোহরাব উদ্দীন টুটুল, লুকমান হোসেন আনু ।
সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন সারয়ার উদ্দীন মুহুরী,সৌরব হেসেন, আলতাফ হোসেন ভুইয়া, বাবুল আহমেদ, মামুন আহমেদ, রুমান খন্দকার, আহমেদ হোসেন মীর খোকন, সুহেল আহমেদ, জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ২৫ জুলাই, ২০১৫/ রশিদা