বহুল প্রত্যাশিত হাইতির আসন্ন নির্বাচনে শান্তিরক্ষার জন্যে বাংলাদেশ থেকে বেশ কটি হেলিকপ্টারসহ দেড় শতাধিক সদস্যের বৈমানিক, ইঞ্জিনিয়ারসহ বিমান বাহিনীর লোকজন হাইতিতে যাচ্ছেন। শুক্রবার এ তথ্য জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ কে এ মোমেন।
রাষ্ট্রদূত মোমেন বলেন, হেলিকপ্টারসহ সমস্ত সাজ-সরঞ্জামের ভাড়া হিসেবে যত অর্থ পাবার কথা ছিল তা আজ পেলাম। এখন বাংলাদেশ থেকে এয়ারবোর্ন ইউনিটের সকলে আনুষ্ঠানিকভাবে ফ্লাই করার প্রস্তুতি নিচ্ছেন।
উল্লেখ্য, ৯ আগস্ট শুরু হবে এ নির্বাচন। এ দিন হাইতি সিনেটের দুই-তৃতীয়াংশ আসনসহ হাইতি চেম্বারের ডেপুটি পদে ভোট অনুষ্ঠিত হবে। দ্বিতীয় পর্যায়ের ভোট হবে ২৫ অক্টোবর। সেদিন প্রেসিডেন্ট পদ ছাড়াও স্থানীয় সরকারের বিভিন্ন পদে একযোগে নির্বাচন হবে। এরপর আগামী বছরের ১১ জানুয়ারি নির্বাচনে জয়ীরা অধিবেশনে মিলিত হবেন। নির্বাচিত প্রেসিডেন্ট দায়িত্ব নেবেন ৭ ফেব্রুয়ারি। তাছাড়া হাইতির শান্তি-শৃঙ্খলা রক্ষায় আগে থেকেই বাংলাদেশ কাজ করেছে। গণতান্ত্রিক প্রক্রিয়াতেও বাংলাদেশকে অন্তর্ভুক্ত করা হলো।
বিডি-প্রতিদিন/ ২৫ জুলাই, ২০১৫/ রশিদা