বাংলাদেশ ছাত্রলীগের ২৮ তম কাউন্সিলে নবনির্বাচিত ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক মো. জাকির হোসাইনকে অভিনন্দন জানিয়েছে ডেনমার্ক ছাত্রলীগের সভাপতি মো. ইফতেখার সম্রাট ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির নীরু। এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আগামী দিনে বাংলাদেশ ছাত্রলীগকে আরো বেগবান ও শাণিত করার লক্ষ্যে নতুন কমিটি আরো বেশি জোরালো ভুমিকা পালন করবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই বাংলায় প্রতিষ্ঠিত করার অভীষ্ট লক্ষ্যে নতুন নেতৃত্ব আরো বেশি উদ্যমী ভূমিকা গ্রহণ করবে।
ডেনমার্ক আওয়ামী লীগের সংগঠক, ঢাকা মেডিকেল কলেজ ছাত্রসংসদের সাবেক ভিপি ডা. বিদ্যুত বড়ুয়াও ছাত্রলীগের নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বাংলাদেশ ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক মো. জাকির হোসাইনকে অভিনন্দন জানিয়ে বলেন, বাংলাদেশ ছাত্রলীগের আরো উজ্জ্বল ভবিষ্যৎ রচনায় নতুন নেতৃবৃন্দের মেধাবী ও সাহসী সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে।
বিডি-প্রতিদিন/২৬ জুলাই ২০১৫/ এস আহমেদ