‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ শ্লোগানে মুখরিত পরিবেশে বঙ্গবন্ধুর দৌহিত্র এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ৪৫তম জন্মদিনের কেক কাটলেন যুবলীগের ফ্লোরিডা স্টেট শাখার নেতা-কর্মীরা।
বাংলাদেশের সময়ের সাথে সঙ্গতি রেখে সোমবার প্রথম প্রহরে সূর্য উদয়ের রাজ্য ফ্লোরিডার মায়ামীতে জন্মদিন উদযাপনের বর্ণিল এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি এম ফজলুর রহমান এবং যুক্তরাষ্ট্র যুবলীগের সভাপতি মিসবাহ আহমেদ ছিলেন প্রধান বক্তা।
এ সময় উপস্থিত সকলে দৃপ্ত প্রত্যয়ে উচ্চারণ করেন, ‘ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে প্রবাসের যুব-সমাজ আজ ঐক্যবদ্ধ। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দুঃসময়ের পরীক্ষিত কর্মীরাই যুবলীগের ঝাণ্ডা এগিয়ে নেবে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ বাস্তবায়নে জননেত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী রাখতে।’ জয়ের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনায় সকলে বিশেষ মোনাজাতও করেন।
বিডি-প্রতিদিন/ ২৭ জুলাই, ২০১৫/ রশিদা