স্পেনের মাদ্রিদে বসবাসরত চট্টগ্রাম প্রবাসীদের আয়োজনে বার্ষিক পিকনিক অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় শনিবার মাদ্রিদ থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে কাস্তিয়ন সমুদ্র সৈকতে এ পিকনিকের আয়োজন করা হয়। চট্টগ্রামের নিজস্ব সংস্কৃতির আদলে এ আয়োজনের নাম দেয়া হয় ‘চাটগাঁইয়া পিকনিক’।
মাদ্রিদের গ্লরিয়েতা এম্বাখাদোরেস থেকে সকাল ৬টায় চারটি বাসে করে রওনা হন সবাই। দীর্ঘ যাত্রাপথে বাসে ছিলো গান, ধাঁধাঁ, কৌতুকসহ নানা সাংস্কৃতিক আয়োজন।
প্রাকৃতিক সৌন্দর্যপরিমণ্ডিত স্পেনের কাস্তিয়ন সৈকতে পৌঁছে সবাই পানিতে নেমে পড়েন। বিভিন্ন খেলাধুলায়ও অংশগ্রহণ করেন তারা। খাবারে ছিল বাঙালিয়ানা নানা পদের আয়োজন।
চট্টগ্রাম সমিতির পিকনিকে আগত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য দেন সংগঠনটির সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক। তিনি বলেন, চাটগাঁইয়া পিকনিক কেবল যান্ত্রিক প্রবাস জীবনে একটু প্রশান্তির ছোঁয়াই নয়, চট্টগ্রাম প্রবাসীদের ঐক্য, ভ্রাতৃত্ব বজায় রাখতেও সহযোগিতা করবে।
চট্টগ্রাম সমিতির এ পিকনিকে চট্টগ্রাম ছাড়াও মাদ্রিদে বসবাসরত বিভিন্ন জেলার প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন। পিকনিকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সমিতির সাধারণ সম্পাদক সাঈদুল আলম মামুন, ভালিয়েন্তে বাংলার সভাপতি ফজলে এলাহী, সাংগঠনিক সম্পাদক রমিজ উদ্দিন সরকার, গাজীপুর জেলা অ্যাসোসিয়েশনের মোরশেদ আলম তাহের, চট্টগ্রাম সমিতির সাংগঠনিক সম্পাদক কাজী পারভেজ, আলাউদ্দীন বাবুল, বদরুল ইসলাম মিল্লাত, লোকমান হাকিম, সরোয়ার হোসেন, তানিয়া সুলতানা ঝর্ণা, সেলিম আলম, এমআই আমিন প্রমুখ।
বিডি প্রতিদিন/ফারজানা