বেগম খালেদা জিয়ার মুক্তি, বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যার বিচার দাবিতে প্রতিবাদ সভা করেছে সৌদি আরবের রিয়াদস্থ ফেনী জেলা বিএনপি ও যুবদল। বৃহস্পতিবার রাতে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে সভায় সভাপতিত্ব করেন রিয়াদস্থ ফেনী বিএনপির সভাপতি আব্দুল হালিম।
ফেনী বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক মানিক ও ফেনী যুবদলের সাধারণ সম্পাদক ছলিম উল্লাহ্ আজাদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রিয়াদস্থ প্রবাসী ফেনী বিএনপির প্রধান উপদেষ্ঠা আনোয়ার হোসেন রতন।
বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা ইয়াসিন আলম ভুঁইয়া, জাকির হোসেন, শাখাওয়াত হোসেন সোহেল, মিজানুর রহমান নিরু, শাহাদাত হোসেন খোকন, মাইনুদ্দিন মিলন, জামাল উদ্দিন, নাজমুল ইসলাম, আবু নাসের, মো. ইয়াসিন, আমিন, মো. নাসির উদ্দিন প্রমুখ।
সভায় বুয়েটে শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার দ্রুত বিচার, বাংলাদেশে ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ এবং অবিলম্বে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার