অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী একুশে বইমেলা। ‘শিক্ষা-সংস্কৃতি ও ভাষার মর্যাদা রক্ষায় একুশের চেতনায় জেগে ওঠো বিশ্ব তারুণ্য’ এই শ্লোগানে ৭ম বারের মতো বাংলাদেশ যুব ইউনিয়ন ফ্রান্স শাখা আয়োজন করছে এই একুশে বইমেলা।
প্যারিসের বাঙালি জনসমাগম এলাকা গার দ্যু লিস্ট মেট্রো স্টেশনের (18 Passage Dubail 75010 Paris) পাশে এ আগামী ১ মার্চ ২০২০ রবিবার দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে।
বই মেলা উপলক্ষে মেলা প্রাঙ্গনে আলোচনা সভা, শিশু কিশোরদের চিত্রাঙ্কন, সাংস্কৃতিক অনুষ্ঠান, গণসংগীত, ভাষার গান, কবিতা আবৃত্তি ও পুথি পাঠের আসর থাকবে। এছাড়াও থাকবে যুব ইউনিয়ন ফ্রান্স শাখার শিল্পীদের পরিবেশনায় বিভিন্ন অনুষ্ঠানমালা।
যুব ইউনিয়ন ফ্রান্স শাখার নেতৃবৃন্দ জানিয়েছেন, বিগত বছরগুলোতে মেলায় বিপুলসংখ্যক দর্শনার্থী সমাগম হয়েছিল। এ বিবেচনায় এবারের মেলার পরিসর আরো বাড়ানো হয়েছে এবং ইতিমধ্যে এবারের মেলার জন্য বেশ কিছু স্টল বরাদ্দ দেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক