বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে আগামী সোমবার নিউইয়র্ক থেকে ওয়াশিংটন ডিসি পর্যন্ত রোডমার্চ করবে যুক্তরাষ্ট্র শাখা জাতীয়তাবাদী যুবদল।
এ নিয়ে নিউইয়কের ব্রুকলিনে প্রস্তুতি সভা করছে যুবদল। বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরাও এতে উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র শাখা যুবদলের সভাপতি জাকির এইচ চৌধুরী।
এ সময় যুক্তরাষ্ট্র শাখা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাঈদ আহমদ, বিএনপি নেতা অধ্যাপক দেলোয়ার হোসেন, ঢাকা মহানগর যুবদল নেতা মাসুদ রানা, ব্রুকলিন যুবদলের আহবায়ক হায়দার আলী প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে কারাগারে যেতে হয়েছে। গণতন্ত্রের নেত্রী বেগম জিয়াকে মুক্তি না দিলে শুধু যুক্তরাষ্ট্রই নয়, বাংলাদেশসহ সারাবিশ্বেই দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
রোডমার্চ কর্মসূচি সফল করতে যুবদল, বিএনপিসহ এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের প্রতি আহবান জানান নেতা-কর্মীরা। নিউইয়র্ক থেকে শতাধিক গাড়ি নিয়ে ওয়াশিংটন ডিসিতে রোডমার্চের যাত্রা শুরু করা হবে বলেও প্রস্তুতি সভায় জানানো হয়।
বিডি প্রতিদিন/ফারজানা