করােনাভাইরাস ( Covid – 19 ) দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ( WHO ) ইতােমধ্যে এ ভাইরাসকে বৈশ্বিক মহামারী ঘােষণা করেছে। করোনাভাইরাস সংক্রমণের প্রতিরোধে কুয়েত সরকার বিভিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছে। ১২ মার্চ ২০২০ থেকে ২৬ মার্চ ২০২০ পর্যন্ত সকল সরকারি ও অন্যান্য অফিস সমূহ বন্ধ ঘােষণা করেছে। এর প্রেক্ষিতে কুয়েতে বাংলাদেশ দূতাবাস বন্ধ ঘোষণা করেছে।
বাংলাদেশ দূতাবাস কুয়েত এর ফেসবুক পেজে বাংলাদেশ দূতাবাস কুয়েতের কাউন্সেলর ও দূতালয় প্রধান মোহাম্মদ আনিসুজ্জামানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কুয়েত প্রবাসী বাংলাদেশিদের সদয় অবগতির জন্য জানানাে যাচ্ছে যে, বিশ্বজুড়ে প্রাণঘাতী করােনা ভাইরাস (Covid – 19) দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ইতােমধ্যে এ ভাইরাসকে বৈশ্বিক মহামারী ঘােষণা করেছে।
কুয়েত সরকার এই প্রাণঘাতি ভাইরাসের সংক্রমণ ও বিস্তারের ঝুঁকি কমিয়ে আনার লক্ষ্যে নিন্মােক্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে। ১২ মার্চ ২০২০ থেকে ২৬ মার্চ ২০২০ পর্যন্ত সকল সরকারি ও অন্যান্য অফিসসমূহ বন্ধ ঘােষণা। কার্গো বিমান ব্যতীত কুয়েত থেকে সকল ফ্লাইট আসা যাওয়া বন্ধ থাকবে। সকল শপিংমল, রেস্টুরেন্ট, কফিশপ, বন্ধ থাকবে। সকল প্রকার গণজমায়েত নিষিদ্ধ।
২৭ ফেব্রুয়ারি ২০২০ তারিখ থেকে যারা কুয়েতে প্রবেশ করেছেন তাদের সকলের বাধ্যতামূলক মেডিকেল টেস্ট করতে হবে। কুয়েত সরকারের এই নির্দেশনা মােতাবেক দূতাবাস নিম্নলিখিত নির্দেশনা / পরামর্শ প্রদান করছে। পাসপাের্ট ও অন্যান্য কনস্যুলার সেবা ১২ মার্চ ২০২০ থেকে ২৬ মার্চ ২০২০ পর্যন্ত বন্ধ থাকবে। জরুরি বিষয়ে (যেমন – মৃতদেহ সংক্রান্ত) বিষয়সহ অতীব জরুরী বিষয়গুলাে চালু থাকবে। প্রবাসীদের যতদূর সম্ভব দেশে অথবা বিদেশে যাওয়া থেকে বিরত থাকতে হবে। অতীব প্রয়ােজন না হলে রাস্তা – ঘাটে, মার্কেটে চলাচল বন্ধ রাখতে হবে।
করােনাভাইরাস সংক্রান্ত খবরাদি আদান প্রদানের জন্যে দূতাবাসে হটলাইন চালু করা হয়েছে। এ বিষয়ে নিন্মােক্ত টেলিফোন নম্বরে যােগাযােগ করার জন্যে অনুরােধ করা যাচ্ছে। মনিরুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা – ৫৬৬৫৩০৯৭, ফরিদ হােসেন, কল্যাণ সহকারী ৯৪৪২৯৭৪৪, তৌহিদুল ইসলাম মজুমদার, কল্যাণ সহকারী ১৯৯৫৩৬৭৪৩।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন