একাত্তরের রণাঙ্গনে বাংলাদেশের প্রথম সরকার তথা মুজিবনগর সরকার গঠন ও তার কার্যক্রমের ঐতিহাসিক ঘটনাবলির স্মৃতিচারণ করবেন ঐ সরকারের সম্পৃক্ত বিশিষ্টজনেরা। এ উপলক্ষ্যে ২২ মে শনিবার নিউইয়র্ক সময় সকাল ১০টায় ভার্চুয়ালে একটি অনুষ্ঠান হবে।
ঢাকাস্থ থিঙ্কট্যাংক ‘পলিসি রিসার্চ ইন্সটিটিউট’র ড. আহমাদ আহসানের সঞ্চালনায় এ অনুষ্ঠানে কথা বলবেন ব্যারিস্টার আমির-উল ইসলাম, ড. আকবর আলী খান, ড. কামাল সিদ্দিকী এবং ওয়ালিউল ইসলাম।
‘মুক্তিযুদ্ধ’৭১’র ব্যানারে এটি হচ্ছে চতুর্থ আলোচনা এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে আগ্রহীদের জন্যে অপূর্ব এক অবলম্বন। এটি ফেসবুকেও (Facebook.com/bangladeshliberationwar’71)) সরাসরি সম্প্রচারিত হবে। এছাড়া নিউইয়র্কের ‘বিশ্ববাংলা টোয়েন্টিফোর’ টিভি (http://www.jagobd.com/biswabangla24tv ) সরাসরি তা সম্প্রচার করবে।
এ অনুষ্ঠানের গুরুত্ব অপরিসীম বলে উল্লেখ করেছেন মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন কন্যা লেখিকা-গবেষক শারমিন আহমেদ রিপি। তিনি এ সংবাদদাতাকে বলেন, জাগতিক নিয়মেই প্রবাসী সরকারের সাথে সরাসরি যুক্তদের অনেকেই মৃত্যুবরণ করেছেন। এখনো যারা আমাদের মাঝে রয়েছেন তাদের মুখে শোনা কথাগুলো পরবর্তী প্রজন্মের অবলম্বনে পরিণত হবে। অন্যথায় এক সময় হয়তো বানোয়াট-কাহিনীর ভিড়ে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস হারিয়ে যেতে পারে।
বিডি প্রতিদিন/এ মজুমদার