মূলধারায় বাংলাদেশিদের আরোহনের সিঁড়ি হিসেবে বিবেচিত জর্জিয়া স্টেটের সিনেটর শেখ রহমান এবং নিউইয়র্ক সিটির কুইন্স কাউন্টি সিভিল কোর্টে বিচারক পদে ডেমক্র্যাটিক পার্টির মনোনয়ন প্রাপ্ত এটর্নি সোমা সাঈদের নির্বাচনী তহবিল গঠনের এক বিশেষ অনুষ্ঠান হচ্ছে ৪ সেপ্টেম্বর শনিবার।
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি সংলগ্ন ভার্জিনিয়ায় বাংলাদেশি মালিকানাধীন ‘ আইগ্লোবাল ইউনিভার্সিটি’র কনফারেন্স রুমে বেলা একটায় শুরু হবে এ অনুষ্ঠান। আয়োজন করেছে বৃহত্তর ওয়াশিংটন এলাকার বাংলাদেশি আমেরিকানরা। অতিথি থাকবেন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন আমলের রাষ্ট্রদূত ওসমান সিদ্দিক এবং ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের কন্স্যুলার হাবিবুর রহমান। পুরো অনুষ্ঠানের হোস্ট করবেন ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ এবং রেদওয়ান চৌধুরী। এ অনুষ্ঠানে বিশিষ্টজনদের আমন্ত্রণ জানানো হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশি আমেরিকান ওসমান সিদ্দিক এবং সিনেটর শেখ রহমান হচ্ছেন প্রেসিডেন্ট জো বাইডেনের ঘনিষ্ঠ এবং সে আলোকেই প্রবাসীরা চাচ্ছেন ডেমক্র্যাট পার্টির সাথে আরো জোরালোভাবে সম্পৃক্ত হতে।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন