বাংলাদেশ ছয় ঋতুর দেশ। পৌষ মাস হলো শীতের এক অংশ। প্রবাস জীবনে বাঙালিরা মাতৃভূমি বাংলাদেশের কৃষ্টি এবং সংস্কৃতিকে লালন করার মধ্যে দিয়ে মাতৃভূমিকে অনুভব করার চেষ্টা করেন।
সেই ধারাবাহিকতায় শনিবার (২০ আগস্ট) মাউন্ট এনান বোটানিকেল গার্ডেনের সবুজ উদ্যানে দিনব্যাপী পৌষ পার্বণ উৎসব পালিত হয়েছে। ফারিয়া নাজিমের পরিকল্পনায় ও সবার সহযোগিতায় এই পৌষ পার্বণ উৎসব সফলভাবে উদযাপিত হয়।
সকালের চা নাস্তার আয়োজনে ছিল দেশীয় মুখরোচক পিঠা পায়েশ, মুড়ির ও চিড়ার মোয়া, নিমকি, মুরালী, বাতাসা এবং চা। মধ্যাহ্নভোজের আয়োজন ছিল চমৎকার। আয়োজন স্থানে ভাজা হয়েছিল গরম রুপচাঁদা মাছ। সাথে ছিল বউ খুদা ভাত, মাশকলাই ডাল এবং হরেক রকমের ভর্তা। সারাদিন, হৈচৈ, গানে গল্পে, আড্ডায় দিনটি ছিল ভরপুর। গানে ও তবলায় ছিল সাকিনা আক্তার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বুলা হাসান, ফরিদা সামাদ, মিলি ইসলাম, পারভীন ফেরদৌস, নুসরাত হুদা আঁখি, মরিয়ম বেগম, মাহফুজা আনাম, জে ফেরদৌস মুন্নী, শামীমা আলমগীর, সাবিনা আক্তার দিয়া, তাসলিম নার্গিস বানু, লামিয়া আহমেদ লুনিয়া, নাসিমা আক্তার, লুবনা হোসেন, নিলুফা ইয়াসমীন প্রমুখ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ