বন্ধু তোমারে না পাইলে
কইলজা আমার কানা,
কত ভালবাসি বন্ধু
তোমার নাই তো জানা।
বুকের ভেতর তোমার জন্য
গভীর ভালোবাসা,
বাহুডোরে বাঁধবো তোমায়
এইতো স্বপ্ন আশা।
ধরা দিও কাছে এসো
কইরো না তো মানা।।
তুমি আমার সুখের স্মৃতি
প্রাণের আকাঙ্ক্ষা,
তোমারে না দেখলে বন্ধু
মন যে মানে না।
আপন করে না পাইলে
জীবন ফানা ফানা।