বৃষ্টির এক পশলা তোমাকে
ঘিরে ধরে যদি,
আমি দেখি তুমি মেঘগুলো শুধু
সরাচ্ছ নিরবধি;
আমি দেখি তুমি ডাকছ আমাকে
তেরচা বৃষ্টি হয়ে,
এমন বৃষ্টি আজ যদি আসে
তোমার সুরভি বয়ে!
তোমাকে মেলব বলে মেলে ফেলি
বৃষ্টি ভেজা ব্রা-ও,
আজ তুমি খুলে দাও ভালোবাসা
বলো আরও কী যে চাও!