শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

কেঁচো সারে ভাগ্য ফিরেছে তানিয়ার

কামরুজ্জামান সোহেল, ফরিদপুর

কেঁচো সারে ভাগ্য ফিরেছে তানিয়ার

কেঁচো সার (ভার্মি কম্পোস্ট) উৎপাদন করে স্বাবলম্বী হয়েছেন ফরিদপুরের তানিয়া পারভীন। তানিয়ার উৎপাদিত সারের সুনাম ছড়িয়ে পড়েছে সারা দেশে। তার উৎপাদিত সারের গুণগত মান ভালো হওয়ায় স্থানীয় কৃষকদের চাহিদা পূরণ করে এখন দেশের বিভিন্ন জেলার কৃষকদের কাছে যাচ্ছে এ সার। জেলার বাইরে সার যাচ্ছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। এ ছাড়াও দেশের বিভিন্ন জেলায় ট্রাকে করে সার যাচ্ছে প্রতিদিন। প্রতি মাসে উৎপাদন করছেন ৩ থেকে ৪ টন সার। সার বিক্রি করে প্রতি মাসে আয় করছেন ৩০ থেকে ৩৫ হাজার টাকা। সার উৎপাদন করে তিনি এখন স্বাবলম্বী। তার খামারে কাজ করে তিনজন নারীও ভালো আছেন। তানিয়ার সাফল্য দেখে, অন্য নারী তার কাছ থেকে পরামর্শ নিয়ে গড়ে তুলেছেন কেঁচো সারের খামার। তারাও এখন তানিয়ার মতো সার উৎপাদন করছেন এবং বিক্রয় করে স্বামী সংসার নিয়ে ভালোই আছেন। তানিয়া পারভীন ফরিদপুর পৌরসভার শোভারামপুর মহল্লার বাসিন্দা। কৃষি সম্প্রসারণ অধিদফতরের সহযোগিতায় ২০১৭ সালে তিনটি রিং স্লাব দিয়ে শুরু করেন কেঁচো সার উৎপাদন। ধীরে ধীরে সার উৎপাদনের পরিধি বাড়িয়েছেন। এখন রিং স্লাবে সীমাবদ্ধ নেই এই উদ্যোগ।  বাড়ির আঙ্গিনায় বিশাল টিনের শেড ও আরেক পাশে ছাপরা বানিয়ে তৈরি করেছেন সার।

সর্বশেষ খবর