মেঘনার নদীকে দেশি মাছের অভয়াশ্রম বলা হয়ে থাকে। এই নদীর শাখা-প্রশাখায় সবখানেই দেশি বিভিন্ন প্রজাতির হাজারো বাহারি মাছ পাওয়া যায়। কুমিল্লা জেলার মেঘনা নদীর নামে মেঘনা একটি উপজেলা রয়েছে। এ উপজেলার চারদিকে মেঘনার শাখা-প্রশাখা রয়েছে। এ মেঘনা নদীর বাহারি ও সুস্বাধু মাছের মধ্যে রয়েছে-চিংড়ি, পাঙাশ, বেলে, পোয়া, সিলন, ঘাউড়া, সাদা চেওয়া, লাল চেওয়া, পুঁটি, ভেদা, গুইল্লা টেংরা, লইট্টা টেংরা, কাজলি, বাতাসি, আইড়, ডেলা (সুন্দরী), রিঠা, বোয়াল, চাপিলা, কাঁচকি, চান্দা, তপসে রানি, বুইত্তা, বাইম, নাউ বেলে, চিতল, কোরাল, বুতি বেলে, কুলি, মলা, ভাটা, কাইকাসহ বিভিন্ন বাহারি প্রজাতির মাছ। মেঘনা উপজেলাসহ আশপাশের কয়েকটি উপজেলার হাজারো জেলেরা মেঘনা নদীর পানিতে বাহারি প্রজাতির সুস্বাদু মাছ ধরে হাট-বাজারে বিক্রি করেন। অনেকে তাদের জীবন-জীবিকা নির্বাহ করছেন। মাছ চাষ ও উৎপাদনে অভিজ্ঞ এমন কয়েকজনের সঙ্গে কথা হলে তারা জানান, এ নদীর মাছ অন্যান্য নদীর চেয়ে খুবই মজার। মাছ বিক্রি করে অনেক মুনাফা পাওয়া যায়। যে কারণে এ অঞ্চলের জেলেরা কৃষি বা অন্যান্য কাজের পরিবর্তে এ নদীতে ফ্রি মাছ ধরে হাটে, বাজারে বিক্রি করেন। বিক্রির আয় দিয়ে পরিবার নিয়ে জীবন নির্বাহ করে আসছেন। মাছ চাষে অভিজ্ঞ আরও কয়েকজনের সঙ্গে কথা হলে তারা জানান, দেশের বিভিন্ন নদনদীতে ইলিশ মাছ পাওয়া গেলেও এ নদীর ইলিশ মাছ অত্যন্ত সুস্বাদু। অন্যান্য নদীর মতো এখানকার ইলিশ মাছের দেশ-বিদেশে চাহিদা বেশি। তারা আরও বলেন, এ নদীর ইলিশ মাছ দেশি চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করছেন। দেশের অর্থনীতিতে ভূমিকা রাখছেন এ অঞ্চলের জেলেরা। বর্ষা মৌসুমে জেলেদের জালে বেশি দেশি মাছ ধরা পড়ে। তারা এ সময় মাছ বিক্রি করে অবশিষ্ট মাছগুলো রোদে শুকিয়ে শুঁটকি তৈরি সারা বছরই হাটবাজারে বিক্রয় করে থাকেন।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
মেঘনার বাহারি মাছ
এম এ করিম সরকার, দাউদকান্দি
প্রিন্ট ভার্সন
মাছ চাষে অভিজ্ঞ আরও কয়েকজনের সঙ্গে কথা হলে তারা জানান, দেশের বিভিন্ন নদনদীতে ইলিশ মাছ পাওয়া গেলেও এ নদীর ইলিশ অত্যন্ত সুস্বাদু
টপিক
এই বিভাগের আরও খবর