মেঘনার নদীকে দেশি মাছের অভয়াশ্রম বলা হয়ে থাকে। এই নদীর শাখা-প্রশাখায় সবখানেই দেশি বিভিন্ন প্রজাতির হাজারো বাহারি মাছ পাওয়া যায়। কুমিল্লা জেলার মেঘনা নদীর নামে মেঘনা একটি উপজেলা রয়েছে। এ উপজেলার চারদিকে মেঘনার শাখা-প্রশাখা রয়েছে। এ মেঘনা নদীর বাহারি ও সুস্বাধু মাছের মধ্যে রয়েছে-চিংড়ি, পাঙাশ, বেলে, পোয়া, সিলন, ঘাউড়া, সাদা চেওয়া, লাল চেওয়া, পুঁটি, ভেদা, গুইল্লা টেংরা, লইট্টা টেংরা, কাজলি, বাতাসি, আইড়, ডেলা (সুন্দরী), রিঠা, বোয়াল, চাপিলা, কাঁচকি, চান্দা, তপসে রানি, বুইত্তা, বাইম, নাউ বেলে, চিতল, কোরাল, বুতি বেলে, কুলি, মলা, ভাটা, কাইকাসহ বিভিন্ন বাহারি প্রজাতির মাছ। মেঘনা উপজেলাসহ আশপাশের কয়েকটি উপজেলার হাজারো জেলেরা মেঘনা নদীর পানিতে বাহারি প্রজাতির সুস্বাদু মাছ ধরে হাট-বাজারে বিক্রি করেন। অনেকে তাদের জীবন-জীবিকা নির্বাহ করছেন। মাছ চাষ ও উৎপাদনে অভিজ্ঞ এমন কয়েকজনের সঙ্গে কথা হলে তারা জানান, এ নদীর মাছ অন্যান্য নদীর চেয়ে খুবই মজার। মাছ বিক্রি করে অনেক মুনাফা পাওয়া যায়। যে কারণে এ অঞ্চলের জেলেরা কৃষি বা অন্যান্য কাজের পরিবর্তে এ নদীতে ফ্রি মাছ ধরে হাটে, বাজারে বিক্রি করেন। বিক্রির আয় দিয়ে পরিবার নিয়ে জীবন নির্বাহ করে আসছেন। মাছ চাষে অভিজ্ঞ আরও কয়েকজনের সঙ্গে কথা হলে তারা জানান, দেশের বিভিন্ন নদনদীতে ইলিশ মাছ পাওয়া গেলেও এ নদীর ইলিশ মাছ অত্যন্ত সুস্বাদু। অন্যান্য নদীর মতো এখানকার ইলিশ মাছের দেশ-বিদেশে চাহিদা বেশি। তারা আরও বলেন, এ নদীর ইলিশ মাছ দেশি চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করছেন। দেশের অর্থনীতিতে ভূমিকা রাখছেন এ অঞ্চলের জেলেরা। বর্ষা মৌসুমে জেলেদের জালে বেশি দেশি মাছ ধরা পড়ে। তারা এ সময় মাছ বিক্রি করে অবশিষ্ট মাছগুলো রোদে শুকিয়ে শুঁটকি তৈরি সারা বছরই হাটবাজারে বিক্রয় করে থাকেন।
শিরোনাম
- ঢাকার ইন্দিরা রোড থেকে গাজীপুরের আওয়ামী লীগ নেতা গ্রেফতার
- যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ২৯ জন
- জয়ের পরই বাবার মৃত্যুর খবর পেলেন লঙ্কান ক্রিকেটার
- বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা
- বাংলাদেশকে নিয়ে শেষ চারে শ্রীলঙ্কা
- সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ভাতা পুনর্নির্ধারণ
- রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উপাচার্যের বাসভবন ঘেরাও
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
- শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর
মেঘনার বাহারি মাছ
এম এ করিম সরকার, দাউদকান্দি
প্রিন্ট ভার্সন

মাছ চাষে অভিজ্ঞ আরও কয়েকজনের সঙ্গে কথা হলে তারা জানান, দেশের বিভিন্ন নদনদীতে ইলিশ মাছ পাওয়া গেলেও এ নদীর ইলিশ অত্যন্ত সুস্বাদু
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর