রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

সাকিবকে হটিয়ে শীর্ষে ম্যাক্সওয়েল

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ সর্বশেষ আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছে এপ্রিলে। এরপর আর কোনো ম্যাচ খেলেনি বলে সাকিব আল হাসানের পক্ষে সম্ভব হয়নি পারফরম্যান্স করা। তাই ধরে রাখতে পারেননি অলরাউন্ডারের শীর্ষস্থান। অস্ট্রেলিয়ার অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল শ্রীলঙ্কার বিপক্ষে শেষ দুটি টি-২০ ম্যাচে বিস্ফোরক ব্যাটিং করে প্রথমবারের মতো উঠে এসেছেন আইসিসি টি-২০ অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের এক নম্বরে। সাকিব নেমে গেছেন দ্বিতীয় স্থানে এবং পাকিস্তানের শহীদ আফ্রিদির অবস্থান এখন তিন। ম্যাক্সওয়েলের পয়েন্ট ৩৮৮ এবং সাকিবের ৩৪৬। শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টি-২০ ম্যাচে কোনো উইকেট পাননি ম্যাক্সওয়েল। কিন্তু এক ম্যাচে ৬৫ বলে ১৪৫ রান এবং পরের ম্যাচে ২৯ বলে করেছেন ৬৬ রান। এই পারফরম্যান্সই তাকে শীর্ষে নিয়ে এসেছে। টি-২০ র‍্যাঙ্কিংয়ের ১৩২ রেটিং পয়েন্ট নিয়ে সবার উপরে নিউজিল্যান্ড, ১২৬ পয়েন্ট দ্বিতীয় স্থানে ভারত। বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ তিনে ১২৫ পয়েন্ট নিয়ে। ৭৪ পয়েন্ট বাংলাদেশের অবস্থান ১০ম।

সর্বশেষ খবর