গত মৌসুমে দ্বিতীয় বিভাগে খেলেছিল অ্যালভেজ। দুর্দান্ত ফুটবল খেলে এই মৌসুমে জায়গা করে নেয় প্রিমিয়ার লিগে। কিন্তু লিগে যে খুব ভালো অবস্থানে আছে তা নয়। তার পরও ক্লাবের গত ৯৬ বছরের মধ্যে এবার গড়ল এক ইতিহাস। কোপা দেল রে কাপের ফাইনালে জায়গা করে নিয়ে ইতিহাসে নাম লেখাল অ্যালভেজ। ২৭ মে লিওনেল মেসি, নেইমারদের প্রতিপক্ষ হিসেবে প্রথম শিরোপা জয়ের মিশনে নামবে অ্যালভেজ। সেমিফাইনালে লাল কার্ড দেখানোয় ওই ফাইনালে খেলতে পারবেন না বার্সার উরুগুইয়ান তারকা স্ট্রাইকার সুয়ারেজ। ফাইনালে ওঠার লড়াইয়ে পরশু রাতে নিজেদের মাঠে সেল্টা ভিগোকে ১-০ গোলে হারায় অ্যালভেজ। প্রথম লেগের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল। লুইস এনরিকের বার্সেলোনা ৩-২ গোলে অ্যাথলেটিকো মাদ্রিদকে হারিয়ে কোপা দেল রে কাপের ফাইনালে উঠেছে ৪০ বারের মতো। প্রথম লেগে অ্যাওয়ে ম্যাচে ২-১ গোলে জিতেছিলেন মেসি, নেইমাররা। ঘরের মাঠে শেষ মুহূর্তের গোলে ১-১ গোলে ড্র করে। অ্যালভেজ এর আগে দুবার কোপা দেল রে কাপের সেমিফাইনালে উঠেছিল। তবে অ্যালভেজ ২০০০-০১ মৌসুমে ইউরোপা কাপের ফাইনাল খেলেছিল। অ্যালভেজ এর আগে দুবার কোপা দেল রে কাপের সেমিফাইনাল খেলেছিল। কিন্তু সেমির গণ্ডি পেরিয়ে ফাইনালের দরজায় পা রাখতে পারেনি। সেল্টা ভিগোর বিপক্ষে সেমিফাইনালের প্রথম লেগে অ্যাওয়ে ম্যাচে গোলশূন্য ড্র করার পরপরই ফাইনালের স্বপ্নটা চাড়া দিয়ে ওঠে দলটির। ঘরের মাঠে দলটিকে ফাইনালে খেলার স্বপ্ন পুরণ করতে অপেক্ষায় থাকতে হয় ৮১ মিনিট পর্যন্ত। এডগার মেন্ডেজের দুরন্ত গোলেই রচিত হয় ইতিহাস। ইতিহাস রচনার পর ক্লাবটির ওয়েবসাইটে লেখা ‘আমরা এখন শিরোপা জিততে চাই। লিখতে চাই নতুন ইতিহাস।’ বার্সেলোনা প্রতিপক্ষ হিসেবে ভয়ঙ্কর। এনরিকের দলটি এই মৌসুমে ট্রেবল জেতার স্বপ্ন দেখছে। সে হিসেবে বার্সেলোনা অবশ্যই প্রবল প্রতিপক্ষ অ্যালভেজের। ২৭ মের ফাইনালটাকে অনেকেই ‘ডেভিড-গোলিয়াথ’ লড়াই মানছেন। এখন শুধু সময়ের অপেক্ষা। দলটি সত্যিই পুঁচকে এক দল। চলতি মৌসুমে দল গড়তে ক্লাব কর্তৃপক্ষ খরচ করেছে সাকল্যে ৪৯.৩ মিলিয়ন ইউরো। আর বার্সেলোনার বাজেট ৬৯৫ মিলিয়ন ইউরো। দুই দলের বাজেটের ব্যবধান ৬৪৬ মিলিয়ন ইউরো! কোপা দেল রে কাপের ফাইনালে নামার আগে অবশ্য দুই দল আরও একবার মুখোমুখি হচ্ছে আগামীকাল। ১০ সেপ্টেম্বর লা লিগায় দুই দলের প্রথম পর্বের খেলায় অ্যালভেজ ২-১ গোলে হারিয়েছিল মেসিদের। তাই দলটি নিয়ে বাড়তি দুর্ভাবনা থাকাই স্বাভাবিক লুইস এনরিকের।
শিরোনাম
- গুপ্তচরবৃত্তির শাস্তি কঠোর করে ইরানের পার্লামেন্টে প্রস্তাব পাস
- বিএনপির বিরুদ্ধে সকল অপপ্রচার হাওয়ায় মিলে গেছে : রিজভী
- গাকৃবিতে গমের ব্লাস্ট রোগ দমনে হাতে কলমে প্রশিক্ষণ
- নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
- নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন
- রাজধানীর যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল থেকে শিশুর মরদেহ উদ্ধার
- রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে শেখ মইনউদ্দিন, প্রজ্ঞাপন জারি
- ই-স্পোর্টসকে ‘ক্রীড়া’ হিসেবে ঘোষণা
- বরিশালে পৃথক অভিযানে মাদক ও জালনোটসহ আটক ৪
- সিভাসুতে রাজনৈতিক পদায়ন পাওয়া তিন কর্মকর্তাকে পদাবনতি
- খাগড়াছড়িতে মব সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রদলের সমাবেশ
- দেশ ও দলের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে: নবীউল্লাহ নবী
- অন্তঃসত্ত্বা স্ত্রীকে পেট্রোল ঢেলে হত্যার চেষ্টায় স্বামী গ্রেফতার
- ১৩ দিনে রেমিট্যান্স এসেছে ১৪ হাজার ৪৪৭ কোটি টাকা
- নেত্রকোনার ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
- রাজবাড়ীতে ছাত্রদলের বিক্ষোভ
- গোবিন্দগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
- মুখে ভালো কথা বলে সবার ওপর বোমা মারেন পুতিন, বললেন ট্রাম্প
- সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা
ফাইনালে উঠে ইতিহাস অ্যালভেজের
২৭ মে ফাইনাল
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর