ওয়ানডে সিরিজ জিতে বছর শেষ করেছে মাশরাফি বাহিনী। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজও জিতেছে বাংলাদেশ। এখন অপেক্ষা টি-২০ সিরিজের জন্য। শর্টার ভার্সানের সিরিজটি মাঠে গড়াবে ১৭ ডিসেম্বর। প্রথম টি-২০ সিলেটে এবং বাকি দুটি ২০ ও ২২ ডিসেম্বর মিরপুরে। সিরিজটির জন্য গতকাল স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। দলে ফিরেছেন মিডল অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন ও পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। বাদ পড়েছেন মিডল অর্ডার ব্যাটসম্যান সাব্বির রহমান রুম্মন ও মোসাদ্দেক হোসেন সৈকত এবং পেসার আবু জায়েদ চৌধুরী। এরা তিনজনই জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টি-২০ সিরিজে খেলেছিলেন। বিশৃঙ্খলার অভিযোগ প্রমাণিত হওয়ায় সেপ্টেম্বর থেকে ৬ মাসের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ সাব্বির। অফ ফর্মের জন্য দলের বাইরে মোসাদ্দেক ও আবু জায়েদ। মিঠুন ও সাইফ উদ্দিন সর্বশেষ টি-২০ ম্যাচ খেলেছিলেন ফেব্র“য়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে।
টি-২০ স্কোয়াড : তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ (সহ-অধিনায়ক), রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফ উদ্দিন, আবু হায়দার রনি ও আরিফুল হক।