শিরোনাম
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

বার্সাকে বিশেষ অনুমতি

লুইস সুয়ারেজ ইনজুরিতে। চার মাস মাঠের বাইরে থাকবেন তিনি। ইনজুরিতে আক্রান্ত ওসমান ডেম্বলেও। ছুরির নিচে যেতে হচ্ছে তাকে। মাঠের বাইরে থাকতে হবে অন্তত ছয় মাস। স্প্যানিশ ফুটবলের নিয়ম অনুযায়ী কোনো ফুটবলার পাঁচ মাসের বেশি সময়ের জন্য দলের বাইরে চলে গেলে সেই ক্লাব ইচ্ছে করলে নতুন ফুটবলার নিতে পারে। অবশ্য অনুমতি নিতে হবে লা লিগা কর্তৃপক্ষের কাছ থেকে। বার্সেলোনা সেই অনুমতি পেয়েছে। কাতালান ক্লাবটি এখন ট্র্যান্সফার উইন্ডো ছাড়াই নতুন ফুটবলার দলে নিতে পারবে। অবশ্য সেই ফুটবলারটি হয় স্পেনের কোনো ক্লাবে খেলছে এমন হতে হবে অথবা চুক্তিমুক্ত থাকতে হবে। তবে এই ফুটবলার উয়েফা প্রতিযোগিতায় খেলতে পারবেন না। দেখা যাক, বার্সেলোনা এবার কাকে দলে নেয়!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর