রবিবার, ১৭ মে, ২০২০ ০০:০০ টা

‘বাংলাদেশে আমরা সমর্থন পাই না’

ক্রীড়া প্রতিবেদক

‘বাংলাদেশে আমরা সমর্থন পাই না’

অস্ট্রেলিয়া-ইংল্যান্ড, পাকিস্তান-ভারত এবং অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচ থেকে উত্তেজনা, প্রতিদ্বন্দ্বিতা কিংবা আবেদন কম নেই বাংলাদেশ-ভারত ম্যাচে। বরং দুই প্রতিবেশীর ম্যাচের দর্শকগ্রাহ্যতা এই মুহূর্তে সবচেয়ে বেশি। দুই দলের লড়াই দেখতে মুখিয়ে থাকেন দর্শকেরা। বিশেষ করে ভারতের ম্যাচ দেখতে সারা বিশ্বেই হুমড়ি খেয়ে পড়েন দেশটির ক্রিকেটপ্রেমীরা। এমনও দেখা গেছে, স্বাগতিক দেশের চেয়ে ভারতীয় সমর্থকের সংখ্যা বেশি তাকে। একমাত্র বাংলাদেশই এর ব্যতিক্রম। এখানে ভারতীয় ক্রিকেট দলের সমর্থন প্রায় শূন্যের ঘরে। তামিম ইকবালের সঙ্গে শুক্রবার ফেসবুক লাইভে এমনটাই জানিয়েছেন ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান রোহিত শর্মা। বিপিএলকে আরও জমজমাট করার পরামর্শও দিয়েছেন তিনি।

শুধু ভারত নয়, বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান রোহিত। ওয়ানডে ক্রিকেটে তিন তিনটি ডাবল সেঞ্চুরির মালিক। ২০১৫ সালে বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে সেঞ্চুরি করেন। ২০১৯ সালের বিশ্বকাপেও এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতেও টাইগারদের বিরুদ্ধে সেঞ্চুরি করেন রোহিত। মজার বিষয় তিন ম্যাচেই জীবন পেয়েছিলেন ফেসবুক লাইভের সঞ্চালক তামিম ইকবালের বদান্যতায়। গত পরশু ক্যাচ ফেলার কথা অকপটে স্বীকার করে তামিম জানান, এজন্য সমালোচিত হতে হয়েছে তাকে। লাইভে রোহিত দুই দেশের দর্শকদের আবেগ নিয়ে বলেন, ‘দর্শকদের অনেকেই বুঝতে চায় না খেলতে নামলে সবাই জিততে চায়। কেউই মাঠে নেমে ইচ্ছে করে ক্যাচ ফেলে দেয় না। বাংলাদেশ ও ভারতের সমর্থকরা খুবই আবেগপ্রবণ। আমরাও যখন কোনো ভুল করি, শুধু মিডিয়া নয়, লোকজনও আমাদের সমালোচনা করে। বাংলাদেশেও একই হওয়ার কথা। বাংলাদেশে আমি গিয়েছি এবং দেখেছি তারা কতটা আবেগপ্রবণ খেলা নিয়ে, বিশেষ করে মাঠে আসা দর্শকরা।’

সর্বশেষ খবর