শুক্রবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

সাকিবের কলকাতায় ফেরা

নিলামে সর্বোচ্চ ১৬.২৫ কোটিতে দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিস মরিসকে দলে নিয়েছে রাজস্থান। অস্ট্রেলিয়ার তারকা ম্যাক্সওয়েলের মূল্য ১৪.২৫ কোটি রুপি।

ক্রীড়া প্রতিবেদক

সাকিবের কলকাতায় ফেরা

‘স্বাগত ময়না’

‘সাকিব আল হাসান, -তিন নম্বর পজিশনের হিরো।’

কলকাতা নাইট রাইডার্সে ফেসবুক ফ্যানপেজে সাকিবের ছবি দিয়ে স্ট্যাটাসে খেলা হয়েছে বাক্য দুটি। খুবই কাছের মানুষরা আদর করে সাকিবকে ‘ময়না’ নামেই ডাকে। বিশ্বসেরা অলরাউন্ডারকে দলে নেওয়ার পর সেই নামেই স্ট্যাটাস দিয়েছে কলকাতা।

আইপিএল ক্যারিয়ারে অর্ধ-যুগ (২০১১-২০১৭) কলকাতা নাইট রাইডার্সে খেলেছেন সাকিব আল হাসান। ২০১২ এবং ২০১৪ সালে শিরোপা জয়েও রেখেছেন বড় অবদান দুই বাংলার জনপ্রিয় এই তারকা অলরাউন্ডার। ২০১৮ সালে নাইটরা ছেড়ে দেওয়ার পর সাকিবকে লুফে নিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। নিষেধাজ্ঞার কারণে গত আসরে খেলতেই পারেননি।

বিশ্বসেরা অলরাউন্ডারকে ছেড়ে দেওয়ার পর কলকাতা বাংলাদেশের সমর্থন হারায়! শুধু তাই নয়, সাকিব ছাড়া তিনি আসরের মধ্যে একবারও ফাইনাল খেলতে পারেননি দলটি। শাহরুখ খানের দল তো আগের দুই মৌসুমে (২০১৯, ২০২০) প্লে-অফ খেলার টিকিটই পায়নি।

এবার তাই যুদ্ধ করেই সাকিবকে দলে ফেরাল নাইট রাইডার্স। ৩ কোটি ২০ লাখ রুপিতে (৩ কোটি ৮০ লাখ টাকা প্রায়) বাংলাদেশের সেরা তারকাকে দলে নিয়েছে শাহরুখ খানের দল।

বাংলাদেশের আরেক তারকা মুস্তাফিজুর রহমানকে  ১ কোটি রুপিতে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস। গতকাল নিলামে সাকিবের ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। বিদেশি ক্রিকেটারের কোটায় শুরুতেই সাকিবকে ডাকে কলকাতা। এরপর পাঞ্জাব কিংস (কিংস ইলেভেন পাঞ্জাব) প্রথম ডাকেই নাইটদের চেয়ে ২০ লাখ রুপি বেশি বলে। সাকিবকে দুই দলের মধ্যে রীতিমতো যুদ্ধ হয়ে যায়। শেষ পর্যন্ত জিতে যায় কলকাতা।

নিলামে সর্বোচ্চ ১৬.২৫ কোটিতে দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিস মরিসকে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস। অস্ট্রেলিয়ার তারকা গ্লেন ম্যাক্সওয়েলের মূল্য ১৪.২৫ কোটি রুপি। এই অলরাউন্ডারকে নিয়ে দলে নিয়েছে বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্স। মঈন আলীকে ৭ কোটি রুপিতে দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস।

তবে বাংলাদেশের দুই তারকা সাকিব ও মুস্তাফিজ আইপিএলে দল পেলেও পুরো সময় খেলতে পারবেন কিনা! যদিও এখনো আইপিএল সূচি চূড়ান্ত হয়নি। তবে এপ্রিল-মে মাসে খেলা হওয়ার কথা। কারণ, এপ্রিলে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা আছে বাংলাদেশ দলের। মে মাসে বাংলাদেশে আসার কথা শ্রীলঙ্কার।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর