এফ এ কাপের শিরোপা জিততে পারেনি। তাই ট্রেবল জয়ের সুযোগটা হাতছাড়া হয়েছে পেপ গার্ডিওলার ম্যানচেস্টার সিটির। তবে সুবর্ণ সুযোগ রয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ জেতার। পরশু রাতে অ্যাওয়ে মাঠে ম্যান সিটি ২-১ গোলে হারিয়েছে অ্যাস্টনভিলাকে। এই জয়ে প্রিমিয়ার লিগের শিরোপার জয়ের একেবারেই কাছাকাছি চলে এসেছে গার্ডিওলার বাহিনী। ৩৩ ম্যাচে ম্যান সিটির পয়েন্ট ৭৭। দুইয়ে থাকা নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ৩২ ম্যাচে ৬৬। পরশু রাতে শুরুতেই পিছিয়ে পরে ম্যান সিটি। ২০ সেকেন্ডের গোলে এগিয়ে যায় স্বাগতিক দল জন ম্যাকগিনির গোলে। এরপর ম্যাচে ফেলে ম্যান সিটি। দুদলের প্রথম দেখায় গত জানুয়ারিতে ম্যান সিটি জিতেছিল ২-০ গোলে। সিটির পক্ষে গোল দুটি করেন ফোডেন ও রদ্রি। ইতালিয়ান সিরি-এলিগে জুভেন্টাস ৩-১ গোলে হারিয়েছে পার্মাকে। ৩২ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে জুভেন্টাস এখন তিনে এবং শীর্ষে থাকা ইন্টার মিলানের পয়েন্ট ৭৬।
প্রতিপক্ষের মাঠে ম্যান সিটির এটা টানা ১০ম জয়। এর আগে ২০১৭ মৌসুমে টানা ১১ ম্যাচ জিতেছিল দলটি। সব প্রতিযোগিতা মিলিয়ে প্রতিপক্ষের মাঠে ম্যান সিটির রেকর্ড টানা ১৬ জয় এবং অপরাজিত টানা ১৯ ম্যাচ। ম্যান সিটি শনিবার এফ এ কাপের ফাইনালে চেলসির কাছে হেরে বিদায় নেয় টুর্নামেন্ট থেকে।