শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩ ০০:০০ টা
আজ শুরু আইপিএল

টেস্ট খেলেই যেতে হবে সাকিব-লিটনকে

ক্রীড়া প্রতিবেদক

১০ দলের আইপিএল মাঠে গড়াচ্ছে আজ। আহমেদাবাদে সূচনা ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স ও চেন্নাই সুপার কিংস। এবারের আসরে অংশ নেবেন বাংলাদেশের তিন ক্রিকেটার সাকিব আল হাসান, লিটন দাস ও মুস্তাফিজুর রহমান। তিন টাইগার ক্রিকেটারই চেয়েছিলেন আইপিএলের শুরু থেকে খেলতে। এ জন্য অনাপত্তি সার্টিফিকেটের জন্য আবেদনও করেছিলেন সাকিব, লিটন ও মুস্তাফিজ। তিন ক্রিকেটারকে অনাপত্তি সার্টিফিকেট দিয়েছে বিসিবি। আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ টি-২০ ম্যাচ খেলে আজ রাতে ঢাকা ছাড়ছেন ‘কাটার মাস্টার’ মুস্তাফিজ। কাটার মাস্টার খেলবেন দিল্লি ক্যাপিটালসের পক্ষে। সাকিব ও লিটন খেলবেন শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সের পক্ষে। সাকিব নিয়মিত খেলছেন আইপিএলে। লিটন এই প্রথম খেলবেন। দুই তারকা ক্রিকেটার চেয়েছিলেন আয়ারল্যান্ডের বিপক্ষে ৪-৮ এপ্রিল টেস্ট না খেলে কলকাতা যেতে। কিন্তু বিসিবি দুই ক্রিকেটারকে অনুমতি দিয়েছে টেস্ট খেলা শেষে আইপিএল খেলার। বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস এ প্রসঙ্গে বলেন, ‘সাকিব ও লিটন ইস্যুতে বিসিবি আগের অবস্থানেই স্থির আছে। দুজনকে টেস্ট খেলে তারপর আইপিএল খেলতে যেবে হবে। তবে মুস্তাফিজ প্রথম দিন থেকে খেলতে পারবেন। কারণ, মুস্তাফিজ টেস্ট খেলে না।’ তিন ক্রিকেটারকে ২৪ দিনের অনাপত্তি সার্টিফিকেট দেওয়ার মাঝে কিছু শর্ত জুড়ে দিয়েছে বিসিবি। আগামী মে মাসে ইংল্যান্ডের চেমসফোর্ডে বিশ্বকাপ সুপার লিগে আয়ারল্যান্ডের বিপক্ষে ৩টি ওয়ানডে খেলতে হবে তিন ক্রিকেটারকে। কলকাতার খেলা আগামীকাল মোহালীতে পাঞ্জাব কিংসের বিপক্ষে। মুস্তাফিজের দিল্লির প্রথম খেলা আগামীকাল লক্ষেèৗতে লক্ষেèৗ সুপার জায়ান্টসের বিপক্ষে।

 

সর্বশেষ খবর