সাকিব আল হাসান, আরাফাত ভূঁইয়ার পর তৃতীয় ক্রিকেটার হিসেবে কাউন্টি ক্রিকেট খেলার সুযোগ পাচ্ছেন মেহেদী হাসান মিরাজ। টাইগার স্পিন অলরাউন্ডারকে কাউন্টি খেলার প্রস্তাব দিয়েছে ওয়ারউইকশায়ার। আগামী আগস্টে ‘ওয়ান ওয়ানডে কাপ’ খেলতে এ অলরাউন্ডারকে প্রস্তাব দেন ঢাকা প্রিমিয়ার ক্রিকেটে খেলে যাওয়া জ্যাক লিন্টট। ওয়ারউইকশায়ারের হয়ে সাদা বলের ক্রিকেট খেলেন লিন্টট।