ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন এবার অলিম্পিকেও সোনা জিতল। ৮ গোলের ফাইনালে সোনা জিতেছে স্পেন। ১৯৯২ সালের পর দ্বিতীয়বার অলিম্পিকে সোনা জিতল স্পেন। গতকাল অতিরিক্ত সময়ের ফাইনালে ফ্রান্সকে হারিয়েছে ৫-৩ গোলে। নির্ধারিত ৯০ মিনিটে ৩-৩ গোলে সমতা ছিল। ১৯৯২ সালে বার্সেলোনা অলিম্পিকে সোনা জিতেছিল স্পেন ৩-২ গোলে পোল্যান্ডকে হারিয়ে। ২০২০ সালের টোকিও অলিম্পিকের ফাইনালে উঠেও ব্রাজিলের কাছে ২-১ গোলে হেরে রুপা পেয়েছিল দেশটি। আরও একবার রুপা পেয়েছিল স্পেন। ২০০০ সালে ফাইনালে টাইব্রেকারে ৫-৩ গোলে হেরেছিল ক্যামেরুনের কাছে। এবারের আসরে ব্রোঞ্জ জিতেছে মরক্কো।
মেয়েদের ৪ গুণিতক ১০০ মিটার রিলেতে সোনা জিতেছে মার্কিন যুক্তরাষ্ট্র নারী দল। যদিও পুরুষদের রিলেতে সোনা জিততে পারেনি যুক্তরাষ্ট্র। ৪ নম্বরে শেষ করেছে। পুরুষদের রিলেতে সোনা জিতেছে কানাডা। আন্দ্রে ডি গ্রস, অ্যারন ব্রাউন, জেরোমি ব্রাউন ও ব্রেন্ডন রডনি সোনা জিততে সময় নেন ৩৭.৫০ সেকেন্ড। ৩৭.৫৭ সেকেন্ড সময়ে রুপা পেয়েছে দক্ষিণ আফ্রিকা এবং ব্রোঞ্জ জিতেছে গ্রেট ব্রিটেন ৩৭.৬১ সেকেন্ড সময়ে। নারীদের রিলেতে সোনা জিততে মার্কিন নারীরা সোনা জিতেছেন ৪১.৭৮ সেকেন্ডে। রুপা জিতেছে গ্রেট ব্রিটেন ৪১.৮৫ সেকেন্ড এবং ব্রোঞ্জ জয়ী জার্মানি সময় নিয়েছে ৪১.৯৭ সেকেন্ড। শাকাররি রিচার্ডসন প্যারিস অলিম্পিকে এ প্রথম সোনা জিতলেন। ২০০ মিটারে নাম প্রত্যাহার করে নেন। ১০০ মিটার স্প্রিন্টে রিচার্ডসন রুপা জিতেছেন। ছেলেদের জ্যাভেলিন থ্রোইংয়ে সোনা জিতেছেন পাকিস্তানের আরশাদ নাদিম অলিম্পিক রেকর্ড গড়ে।