আবার দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি নিশ্চিত করেছে, ২০১৫ সালের ডিসেম্বরে হবে এই সিরিজ। ২০১৫ থেকে ২০২৩ সালের ভবিষ্যত সফরসূচি পরিকল্পনায় (এফটিপি) ভারত-পাকিস্তানের ছয়টি দ্বিপাক্ষিক সিরিজ রয়েছে। যার প্রথমটি হতে পারে সংযুক্ত আরব আমিরাতে।
সাম্প্রতিক সময়ে আমিরাতই পাকিস্তানের ঘরোয়া সিরিজের ভেন্যু। ডিসেম্বরের সিরিজে দুটি টেস্ট, পাঁচটি ওয়ানডে আর দুটি টি-টোয়েন্টি থাকতে পারে। দ্বি-পাক্ষিক সিরিজে নিজেদের মধ্যে ১২টি টেস্ট, ৩০টি ওয়ানডে আর ১১টি টি-টোয়েন্টি খেলবে এই দুই চির প্রতিদ্বন্দ্বী।
টাইমস অব ইন্ডিয়াকে আইসিসির চেয়ারম্যান এন শ্রীনিবাসন জানান, ভারত-পাকিস্তানের দ্বি-পাক্ষিক সিরিজ শুরুর প্রস্তাব রয়েছে। তার বিশ্বাস, শিগগির এই ব্যাপারে চুক্তিতে পৌঁছাবে দেশ দুটি।
২০১২ সালের ডিসেম্বর ও পরের বছরের জানুয়ারিতে শেষ দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। ভারত সফরে সে সময় তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলেছিল পাকিস্তান।
২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর থেকে সেই সিরিজের আগ পর্যন্ত ক্রিকেট সম্পর্ক ভেঙে পড়েছিল। যদিও এই সময়ে দেশ দুটি ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি ও এশিয়া কাপে মুখোমুখি হয়েছে।