রিয়াল মাদ্রিদ সমর্থকদের জন্য সুখবর। সার্জারির পর প্রথমবারের মতো অনুশীলনে ফিরেছেন ক্লাবটির অন্যতম তারকা ফুটবলার গ্যারেথ বেল। চ্যাম্পিয়নস লিগে নাপোলির বিপক্ষে নিজেদের ঘরের মাঠের ম্যাচেই দেখা যেতে পারে বেলকে। অনুশীলনে অন্যান্য সতীর্থদের নিজেকে ঝালিয়ে নিতে দেখা গেছে তাকেও।
আসছে বুধবার শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ২টায় সান্তিয়াগো বার্নাব্যুতে এই খেলা শুরু হবে।
অ্যাঙ্কেল ইনজুরির কারণে বেলকে তিন মাস মাঠের বাইরে থাকতে হয়। এই ইনজুরি এতটাই মারাত্বক ছিল যে সার্জারি পর্যন্ত করতে হয়েছিল তাকে।
নাপোলি ম্যাচ সামনে রেখে দলের সঙ্গে বেলের ট্রেনিংয়ের ছবি নিজেদের অফিসিয়াল টুইটার পেজে পোস্ট করেছে রিয়াল। সেখানে বেশ ছন্দেই দেখা গেছে ২৭ বছর বয়সী এ উইঙ্গারকে।
বিডি-প্রতিদিন/ ১৩ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৩