বর্তমানে দুর্দান্ত ফর্মে আছেন রবিচন্দ্রন অশ্বিন। সবচেয়ে কম টেস্টে ইতোমধ্যেই আড়াইশো উইকেটের মাইলফলক পেরিয়েছেন দুই দিন আগেই। এবার ভারতের সামনে অস্ট্রেলিয়া। এই সিরিজের আগেই অশ্বিন অস্ট্রেলিয়া দলের সাবেক অধিনায়ক স্টিভ ওয়ার কাছ থেকে পেয়ে গেলেন দারুণ এক স্বীকৃতি।
সাবেক অস্ট্রেলীয় এই অধিনায়ক অশ্বিনকে ‘বোলিংয়ের ব্র্যাডম্যান’ বলে আখ্যায়িত করলেন। তার কথায়, ‘অশ্বিন এখন চমৎকার ছন্দে আছে। ব্যাটিংয়ে ব্র্যাডম্যান যেমন, অনেকটা সেরকমই। এই মুহূর্তে ওকে বোলিংয়ের ব্র্যাডম্যান বলাই যায়।’
তবে সিরিজে কী হবে, তা নিয়ে কথার যুদ্ধ শুরু হয়ে গেছে এরই মধ্যেই। সৌরভ গাঙ্গুলি বলেছিলেন, ‘অস্ট্রেলিয়া ৪–০ তেও হারতে পারে।’ তারই জবাবে স্টিভ জানালেন, ‘সৌরভ বোধ হয় একটু বেশিই আশাবাদী। তাই এমনটা বলছে। ফল কিন্তু উল্টোটাও হতে পারে। আমাদের এমন অনেক ক্রিকেটার আছে, যাদের সম্পর্কে ভারতীয়দের কোনও ধারনা নেই। ভারতীয় উইকেটে তারা চমক দিতেই পারে।’
বিডি-প্রতিদিন/ ১৫ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-২