পাকিস্তানের সব ধরনের ক্রিকেটে সাময়িক নিষিদ্ধ হয়েছেন নাসির জামশেদ। সোমবার এক বিবৃতিতে নিয়ম ভাঙায় জামশেদকে নিষিদ্ধ করার খবর জানায় পিসিবি।
তাই পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলছেন না এ উদ্বোধনী ব্যাটসম্যান। অথচ একসময় সীমিত ওভারের ক্রিকেটে পাকিস্তান দলের নিয়মিত মুখ ছিলেন জামেশদ।
এর আগে শারজিল খান, খালিদ লতিফকেও নিষিদ্ধ করা হয়। ইসলামাবাদ ইউনাইটেডের এ দুই খেলোয়াড়কে দেশে ফেরত পাঠানো হয়েছে। তদন্তের অংশ হিসেবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে ইসলামাবাদের মোহাম্মদ ইরফান এবং করাচি কিংসের জুলফিকার বাবর ও শাহজেব হাসানকে। তবে তাদের কোনো নিষেধাজ্ঞা দেয়নি বোর্ড।
পিসিসি প্রধান শাহরিয়ান খান জানান, শারজিল, লতিফ ও জামশেদকে কারণ দর্শানোর নোটিশ পাঠাবেন তারা। শাহজেব ও জুলফিকার নির্দোষ, তাদের খেলতে কোনো বাধা নেই। তবে পর্যবেক্ষণে আছেন পেসার ইরফান।
বিডি প্রতিদিন/১৫ ফেব্রুয়ারি, ২০১৭/ফারজানা