আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বোলিং লাইন-আপকে বিশ্বসেরা বলে অভিহিত করেছেন শ্রীলঙ্কার সাবেক পেসার চামিন্ডা ভাস।
তিনি বলেন, ‘আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেরা বোলিং আক্রমন বিভাগ নিয়েই খেলতে যাচ্ছে ভারত। তাদের এই বোলিং লাইন-আপ বর্তমানে বিশ্বসেরা। জসপ্রিত বুমরাহ দলের প্রধান কান্ডারি হতে পারেন। তার বোলিং প্রতিভা দুর্দান্ত।’
ব্যাটিং লাইন বিশ্বসেরা হলেও বোলিং লাইন-আপ নিয়ে এমন তকমা কখনো পায়নি ভারত। বোলারদের বাজে বোলিং-এর জন্য অনেক সহজ ম্যাচই হারতে হয়েছে টিম ইন্ডিয়াকে। তবে বর্তমানে যে বোলিং অ্যাটাক নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে গেছে টিম ইন্ডিয়া, এটিকে বিশ্বসেরা বলেছেন ভাস।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের পেস অ্যাটাকে রয়েছেন- মোহাম্মদ সামি, উমেশ যাদব, ভুবেনশ্বর কুমার ও বুমরাহ। এর মধ্যে বুমরাহ’কে সবার উপরে রাখছেন ভাস।
বুমরাহকে ভারতের সেরা পেসার বলে অ্যাখায়িত করে ভাস বলেন, ‘পেস বিভাগে ভারতের প্রধান ভরসার নাম বুমরাহ। ছোট্ট ক্যারিয়ারে সবার নজর কেড়েছেন তিনি। নিজেকে সেরার কাতারে নিয়ে গেছেন বুমরাহ।
বুমরাহ’র পাশাপাশি ভুবেনশ্বরের প্রশংসাও করেছেন ভাস, ‘আইপিএলে দুর্দান্ত পারফরমেন্স করে চলেছেন ভুবেনশ্বর। সে এখন সর্বোচ্চ উইকেট শিকারী।
৪ জুন চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু করবে ভারত।
বিডি প্রতিদিন/১৯ মে ২০১৭/এনায়েত করিম