ত্রিদেশীয় সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে টিম বাংলাদেশ। এর আগে, ডাবলিনের মালাহাইড ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
এদিকে, সিরিরিজের প্রথম ম্যাচে বৃস্টিবিঘ্নিত হওয়ায় আইরিশদের সঙ্গে পয়েন্ট ভাগ করতে হয়েছিলো মাশরাফি বিন মুর্তজার দলকে। দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মেলে চার উইকেটের হার। সবমিলিয়ে সিরিজে নিজেদের অবস্থান টিকিয়ে রাখতে হলে এই ম্যাচে জয় ছাড়া অন্যকিছু ভাবার সুযোগ নেই বাংলাদেশের সামনে। এই ম্যাচে মেহেদী হাসান মিরাজের বদলে দলে জায়গা হয়েছে অভিষেকের অপেক্ষায় থাকা বাঁ-হাতি স্পিনার সানজামুল ইসলামের।
বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, রুবেল হোসেন, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হেসেন সৈকত ও সানজামুল ইসলাম।
আয়ারল্যান্ড দল: উইলিয়াম পোর্টারফিল্ড (অধিনায়ক), এন্ড্রু ব্যালবিরনি, পিটার চেজ, জর্জ ডকরেল, এড জয়েস, টিম মারতাগ, ব্যারি ম্যাককার্থি, কেভিন ও'ব্রায়েন, নেইল ও'ব্রায়েন, পল স্টার্লিং ও গ্যারি উইলসন।
বিডি-প্রতিদিন/১৯ মে, ২০১৭/ওয়াসিফ