ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের ১২৪তম ক্রিকেটার হিসেবে আজ আইরিশদের সঙ্গে অভিষেক হয়েছে স্পিন অলরাউন্ডার সানজামুল ইসলামের। মেহেদী হাসান মিরাজের পরিবর্তে একাদশে নেওয়া হয়েছে সানজামুলকে।
প্রথম শ্রেণির ক্রিকেটে ব্যাটে বলে অসাধারণ পারফরম্যান্স সানজামুলের। ৫৭টি প্রথম শ্রেণির ম্যাচে ২১২ উইকেট শিকারের পাশাপাশি ১৭২ রান বেস্টে ১৭০৬ রানও আছে তার ঝুলিতে। ৬৪টি লিস্ট এ ম্যাচেও ৮০ উইকেট শিকার করেছেন সানজামুল।
ত্রিদেশীয় সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে পরিবর্তন এসেছে স্পিন আক্রমণে। অন্যদিকে, গত ম্যাচের মতো এ ম্যাচেও বাংলাদেশ একাদশে রয়েছে তিন ফাস্ট বোলার।
টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তাজা। নিজেদের আগের ম্যাচে নিউ জিল্যান্ডের বিপক্ষে চার উইকেটে হেরেছিল টাইগাররা। একাদশে একটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ।
বিডি প্রতিদিন/ ১৯ মে ২০১৭/আরাফাত