বরিশালে প্রয়াত সাংবাদিক মুনির হোসেন স্মৃতি প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে নগরীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত জেলা স্টেডিয়ামে টি-২০ ফরমেটের প্রীতি ম্যাচে ফটো সাংবাদিক একাদশকে ২২ রানে হারিয়েছে রিপোর্টার একাদশ।
টস জিতে ফটো সাংবাদিক একাদশ প্রথমে বোলিং নেয়। রিপোর্টার একাদশ নির্ধারিত ২০ ওভার খেলে ৬ ইউকেট হারিয়ে ১২৩ রান করে। দলের পক্ষে শাওন খান সর্বোচ্চ ৩৭ রান করেন। প্রতিপক্ষ দলের এইচএম হীরা ৩ উইকেট শিকার করেন।
জবাবে ব্যাট করতে নেমে ফটো সাংবাদিক একাদশ নির্ধারিত ২০ ওভারে ৯ ইউকেট হারিয়ে ১০১ রান করে। দলের পক্ষে এইচএম হীরা সর্বোচ্চ ২২ রান করেন। প্রতিপক্ষ দলের নয়ন ৩ উইকেট তুলে নেন।
রিপোর্টার একাদশের শাওন খান ৩৭ রান এবং ১ ইউকেটের বিনিময়ে ম্যাচ সেরা নির্বাচিত হন।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেঞ্জ ডিআইজি শেখ মারুফ হাসান। বিশেষ অতিথি ছিলেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার এসএম রুহুল আমীন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, সহসভাপতি আমজাদ হোসাইন, প্রেসক্লাবের কার্য নির্বাহী সদস্য, নুরুল আলম ফরিদ, সিনিয়র সদস্য কাজী মফিজুল ইসলাম কামাল ও কমল সেন গুপ্ত এবং রাহাত আনোয়ার হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. আনোয়ার হোসেন।
অতিথিবৃন্দ বিজয়ী দলকে পুরষ্কার হিসেবে ২৫ হাজার টাকা এবং পরাজিত দলকে ১০ হাজার টাকা ও ম্যাচ সেরা শাওন খানকে ৫ হাজার টাকা নগদ অর্থ তুলে দেন।
এর আগে সকালে ম্যাচের উদ্ধোধন করেন স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য আমিনুল ইসলাম সুরুজ তালুকদার। সাংবাদিক মুনির হোসেনের অনুজ সাংবাদিকবৃন্দ এই প্রীতি ম্যাচের আয়োজন করে।
বিডি প্রতিদিন/১৯ মে ২০১৭/হিমেল