পরপর তিন উইকেট হারিয়ে খানিকটা চাপে পড়েছেন আয়ারল্যান্ড দল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আইরিশদের সংগ্রহ ২১ ওভারে তিন ইউকেট হারিয়ে ৮৬ রান।
ত্রিদেশীয় সিরিজের চতুর্থ ম্যাচ ও নিজেদের তৃতীয় ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় মাশরাফি বাহিনী।
টস হেরে টাইগারদের মোকাবেলায় ব্যাট করতে নামেন দুই আইরিশ ওপেনার। আর সেই সঙ্গে আইরিশ ব্যাটসম্যানদের মনে কাঁপুনি ধরাতে বোলিং এ আসেন দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থাকা গতির রাজা রুবেল। কোন রান খরচ না করেই দেন মেডেন ওভার। পরের ওভারে কাটার মাস্টার মোস্তাফিজ। ইনিংসে নিজের তৃতীয় বলেই তুলে নেন আইরিশদের প্রথম উইকেট। সে সঙ্গে দেন মেডেন ওভারও। তারপর মোসাদ্দেম মাশরাফির বলে ক্যাচ মিস করে নিজেই বলিং-এ এসে এক উইকেট নেন। সাকিব পায় একটি উইকেট।
বিডি প্রতিদিন/১৯ মে ২০১৭/আরাফাত