অভিষেক ওয়ানডেতে প্রথম ওভারেই উইকেট পেলেন সানজামুল ইসলাম। এড জয়েস ব্যক্তিগত ৪৬ রানে লং অনে তামিম ইকবালকে ক্যাচ দেন আয়ারল্যান্ডের এ ব্যাটসম্যান।
এর আগে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের ১২৪তম ক্রিকেটার হিসেবে আজ আইরিশদের সঙ্গে অভিষেক হয় স্পিন অলরাউন্ডার সানজামুল ইসলামের। মেহেদী হাসান মিরাজের পরিবর্তে একাদশে নেওয়া হয়েছে সানজামুলকে।
প্রথম শ্রেণির ক্রিকেটে ব্যাটে বলে অসাধারণ পারফরম্যান্স সানজামুলের। ৫৭টি প্রথম শ্রেণির ম্যাচে ২১২ উইকেট শিকারের পাশাপাশি ১৭২ রান বেস্টে ১৭০৬ রানও আছে তার ঝুলিতে। ৬৪টি লিস্ট এ ম্যাচেও ৮০ উইকেট শিকার করেছেন সানজামুল।
বিডি প্রতিদিন/ ১৯ মে ২০১৭/আরাফাত