দু’সপ্তাহ পরেই ভারতীয় দলের জার্সি গায়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ধাওয়ানের ওপেনিং সঙ্গী হতে চলেছেন রোহিত শর্মা। পাঁচ মাসের চোট সারিয়ে গত এপ্রিলেই কোটি টাকার আইপিএলের মধ্যে দিয়ে মাঠে ফিরেছেন তিনি।
অধিনায়কের দায়িত্ব কাঁধে আসতেই প্রিয় ওপেনিং পজিশন ছেড়ে মিডল অর্ডারে নেমে এসেছেন রোহিত। ব্যাট হাতে দশম আইপিএল-এ মাত্র তিনটে হাফ সেঞ্চুরি রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের এই অধিনায়কের। সাবেক ভারতীয় অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন মনে করছেন যে, ব্যাটিং পজিশন বদলানোয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওপেনিংয়ে সমস্যা হবে রোহিতের।
এই প্রসঙ্গে আজহার বলছেন, ‘‘ওপেনিং ব্যাটসম্যানকে ওপেন করাই উচিত। আমার মতে রোহিত ভালো ক্রিকেটার। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ওকে তিন বা চার নম্বরে ব্যাট করতে দেখে অবাক হয়েছি। আইপিএল-এ রোহিতক মিডল অর্ডারে খেলেছে। এরপর ইংল্যান্ডের উইকেটে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওপেন করাটা সহজ নয়। রোহিতকে দ্রুত আগের জায়গায় মানিয়ে নিতে হবে।’’
রোহিতকে নিয়ে যদিও আশাবাদী আজহার। তিনি আরও জানাচ্ছেন,‘‘ইংল্যান্ডর মাটিতে ভারতীয় ওপেনাররা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে। গতবার রোহিত চ্যাম্পিয়ন্স ট্রফিতেই ভালো পারফম্যান্স করেছিল। আশা করি এবারও নিজের ধারবাহিকতা ধরে রাখবে।’’
বিডি প্রতিদিন/ ১৭ মে, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১০