আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের হয়ে ইনিংস ওপেন করতে নেমেছেন তামিম ইকবাল ও সৌম্য সরকার। জয়ের জন্য দরকার ১৮২ রান।
এর আগে ম্যালাহাইড স্টেডিয়ামে টস জিতে আইরিশদের ব্যাটিংয়ে পাঠান মাশরাফি। বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজের বিধ্বংসী বোলিংয়ে ৪৬.৩ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৮১ রান স্বাগতিকরা। আইরিশদের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেন এড জয়সে। এছাড়া নেইল ও'ব্রায়েন ৩০, জর্জ ডকরিল ২৫ ও উইলিয়াম পোর্টারফিল্ড করেন ২২ রান।
বাংলাদেশের সেরা বোলার মোস্তাফিজ ৯ ওভারের স্পেলে ২৩ রান দিয়ে ৪ উইকেট নেন কাটার মাস্টার। এছাড়া মাশরাফি ও অভিষিক্ত সানজামুল দুইটি এবং সাকিব আল হাসান ও মোসাদ্দেক হোসেন নেন একটি করে উইকেট।
আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচটি পরিত্যক্ত হয়েছিল বৃষ্টির কারণে। স্বাগতিকদের বিপক্ষে আজ দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ।
ত্রিদেশীয় সিরিজের শিরোপা জয়ের লড়াইয়ে টিকে থাকার জন্য আজ আয়ারল্যান্ডের বিপক্ষে জিততেই হবে বাংলাদেশকে। এখন পর্যন্ত তিন দলই খেলেছে দুটি করে ম্যাচ। দুই ম্যাচ শেষে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে নিউজিল্যান্ড। বাংলাদেশ ও আয়ারল্যান্ডের ঘরে জমা হয়েছে ২ পয়েন্ট।
বিডি প্রতিদিন/ ১৯মে ২০১৭/আরাফাত