ত্রিদেশীয় সিরিজের তৃতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৮২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকারের দৃঢ়তায় শুভ সূচনা হয়েছে টিম বাংলাদেশের। তবে দুর্দান্ত শুরু করা তামিম ইকবাল ৪৭ রান করে সাঝঘরে ফিরেছেন। তামিম ৫৩ বলে ছয়টি চারে ৪৭ করেন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৭ ওভারে এক উইকেটে ১০৪ রান করেছে বাংলাদেশ। সৌম্য সরকার ৪৪ রানে অপরাজিত রয়েছেন। জয়ের জন্য আর ৭৮ রান দরকার বাংলাদেশের।
বিডি প্রতিদিন/ ১৯ মে ২০১৭/আরাফাত