সিরিজের চতুর্থ আর নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশ পেল বড় জয়। আয়ারল্যান্ডের দেওয়া ১৮২ রানের লক্ষ্য পেরিয়ে গেল ৮ উইকেট আর ১৩৭ বল বাকি থাকতে। ২৩ রানে ৪ উইকেটে নিয়ে ছন্দে ফেরা মোস্তাফিজ হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ। যদিও ব্যাট বলের লড়াইয়ে এগিয়ে ছিলেন সৌম্য সরকার।
নিজের প্রথম ওভারের তৃতীয় বলেই উইকেট পান মোস্তাফিজুর রহমান। পল স্টার্লিংয়ের অফ স্টাম্পের বাইরে এমন একটা জায়গায় বলটা ফেললেন, বিভ্রান্ত আইরিশ ওপেনারের। বলে ব্যাট ছোঁয়ালেন, সেটি সোজা চল গেল শর্ট থার্ড ম্যানে।
স্টার্লিংকে আউট করার পর এখন পর্যন্ত নিয়েছেন আরও ৩ উইকেট। দুই ও’ব্রায়ান ভাইদের গ্যারি উইলসনের উইকেটটাও। আজকের ম্যাচে পুরো ১০ ওভার বল করেননি মোস্তাফিজ। ৯ ওভার বল করে ২৩ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
আয়ারল্যান্ড : ৪৬.৩ ওভারে ১৮১ (জয়েস ৪৬, নিয়াল ৩০, ডকরেল ২৫, পোর্টারফিল্ড ২২; মোস্তাফিজুর ৪/২৩, মাশরাফি ২/১৮, সানজামুল ২/২২, মোসাদ্দেক ১/২১, সাকিব ১/৩৮, মাহমুদউল্লাহ ০/১৩, রুবেল ০/৪১)।
বাংলাদেশ : ২৭.১ ওভারে ১৮২/২ (তামিম ৪৭, সৌম্য ৮৭*, সাব্বির ৩৫, মুশফিকুর ৩*; কেভিন ও’ ব্রায়ান ১/২২, ম্যাকার্থি ১/৪২)।
বিডি প্রতিদিন/ ১৯ মে ২০১৭/আরাফাত