রোম মাস্টার্সের কোয়ার্টার ফাইনালে এসে থামলেন রাফায়েল নাদাল। ক্লে কোর্টে টানা ১৭ ম্যাচ জয়ের পর শুক্রবার ডোমিনিক থিয়েমের কাছে সরাসরি সেটে হারলেন এই টেনিস তারকা।
গত তিন সপ্তাহে চারবার মুখোমুখি হয়েছেন অস্ট্রেলিয়ার ডোমিনিক থিয়েম ও নাদাল। যার তিনবারই জয় তুলে নেন এই স্প্যানিয়ার্ড। কিন্তু চতুর্থবার নাদালকে হারিয়ে মধুর প্রতিশোধটাও নিয়ে নিলেন ২৩ বছরের থিয়েম। এদিন তিনি ৬-৪ ও ৬-৩ সেটে হারান রোম মাস্টার্সের সাতবারের শিরোপাজয়ী নাদালকে।
এদিকে, সেমিফাইনালে থিয়েমের প্রতিপক্ষ এখনও ঠিক হয়নি। কারণ নোভাক জোকোভিচ ও জুয়ান মার্টিন দেল পোত্রোর ম্যাচটি এদিন বৃষ্টির কারণে স্থগিত ঘোষণা করা হয়। যদিও প্রথম সেট ৬-১ ব্যবধানে জিতে এগিয়ে রয়েছেন সার্বিয়ান তারকাই। অন্য সেমিফাইনালে আমেরিকার জন ইসনার খেলবেন আলেক্সান্ডার জেভরেভের বিপক্ষে।
সূত্র: বিবিসি
বিডি-প্রতিদিন/২০ মে, ২০১৭/ওয়াসিফ