মোটেই ভাল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন না ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। ব্যাট হাতে আইপিএল-এ ধারাবাহিকভাবে ব্যর্থ। তাঁর দলও জঘন্যতম পারফরম্যান্স করে আইপিএল-এর লিগ তালিকায় সর্বশেষ স্থান অর্জন করেছে। এর মধ্যেই খবর এল, বিরাট কোহলি ২৮০ স্কোর করেছেন।
কীভাবে? আসলে রেসিং সার্কিটে অডি আর-৮ নিয়ে সম্প্রতি নেমেছিলেন জাতীয় দলের অধিনায়ক। সেখানেই অবিশ্বাস্য গতিতে ব্র্যান্ডেড গাড়ি ছোটালেন তিনি।
সূত্র বলছে, তাঁর গাড়ির গতিবেগ ছিল ২৮০ কিমি। দুরন্ত গতিতে গাড়ি চালানোর পরে থ্রিল অনুভব করেছেন বিরাট নিজেও।
স্থানীয় এক দৈনিককে দেওয়া বিবৃতিতে কোহলি বলেন, ‘এর আগেও ২৯০ কিমি গতিতে গাড়ি চালিয়েছি। তবে পেশাদার গাড়ি চালকদের মতো মোটেই শেষ মুহূর্তে ব্রেক কষতে পারি না।’
সেই সাক্ষাৎকারেই বিরাট জানান ক্রিকেট ছাড়া তাঁর বাকি প্যাশনের কথা। ক্রিকেট ছাড়া মিউজিক ও গাড়ি নিয়েও কোহলি একই রকম উৎসাহী। ‘গাড়ি চালাতে যেমন ভালবাসি, তেমনই ভাল মিউজিক শুনতেও পছন্দ করি। দিল্লিতে নিজের বাড়িতে এলে পারতপক্ষে ঘরের বাইরে বেরোন না তিনি।’
দিল্লিতে এলেই তিনি নস্ট্যালজিয়ায় ভেসে যান। কেমন করে তারও বর্ণনা দিয়েছেন ভিকে, ‘এখানেই আমি বড় হয়ে উঠেছি। ক্রিকেট খেলার হাতেখড়ি এখানেই। তা ছাড়া আমার পরিবারও এখানে থাকে, তাই অনেক স্মৃতি জড়িয়ে আছে দিল্লিতে। যখনই আমি দিল্লিতে আসি, তখনই দিল্লির সেই রাস্তায় ঘুরে বেড়াই, যেখানে আগে ক্রিকেট বা অন্যান্য কাজ করতে আসতাম।’
নিজে দুরন্ত গতিতে গাড়ি ছুটিয়েছেন। তবে বাকি চালকদের সতর্ক করে দিতে ভুলছেন না তিনি। তাঁর বক্তব্য, ‘প্রত্যেক চালকদেরই সতর্কতার সঙ্গে গাড়ি চালানো উচিত। নির্দিষ্ট নিরাপত্তাবিধি মেনেই গাড়ি চালানো উচিত। এটা দেখতে খারাপ লাগে যে, অনেকেই নিয়ম না মেনে গাড়ি চালান। একজন দায়িত্ববোধসম্পন্ন নাগরিক হিসেবে এটা বেশ খারাপ লাগে। এটা প্রত্যেককে বুঝতে হবে যে, সামান্য একটা ভুলই অনেক মানুষের জীবনে প্রভাব ফেলতে পারে।’
আইপিএল-এর পরেই চ্যাম্পিয়ন্স ট্রফি। সেখানে ব্যাট হাতে দুরন্ত গতিতে প্রতিপক্ষকে ধরাশায়ী করতে পারেন কি না, সেটাই আপাতত দেখার।
সূত্র: এবেলা
বিডি প্রতিদিন/ ২০মে ২০১৭/ ই জাহান