ডোপ টেস্টে নিষিদ্ধ হওয়ার পর ওয়াইল্ড কার্ড নিয়েই বেশ কয়েকটি টুর্নামেন্টে অংশ নেন রাশিয়ান তারকা মারিয়া শারাপোভা। তবে বাধা হয়ে দাঁড়ায় ফ্রেঞ্চ ওপেন। সরাসরি 'না' বলে দেয় কর্তৃপক্ষ। তাই উইম্বলডনে আর ওয়াইল্ড কার্ডের আশা আর করছেন না মাশা। বাছাই পর্ব খেলেই মূল পর্বে যেতে চান তিনি।
শারাপোভা বলেছেন, ‘আমি মূল পর্বে ওয়াইল্ড কার্ডের জন্য আর অনুরোধ করবো না। বাছাই খেলেই চূড়ান্ত পর্বে জায়গা পেতে চাই।’
ফ্রেঞ্চ ওপেন তাকে ওয়াইল্ড কার্ড না দেওয়ার পেছনে ব্যাখ্যায় বলেছিল, ‘ইনজুরির জন্য ওয়াইল্ড কার্ড হয়। কিন্তু ডোপ পাপের ওয়াইল্ড কার্ড হয় না।’
শারাপোভা দীর্ঘ দিন পর ফেরায় এর প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়ে। বর্তমানে আছেন ২১১ নম্বরে তিনি। তবে এর উপলব্ধিটা টেনিস কোর্টেই বোঝাতে চান তিনি।
বিডি-প্রতিদিন/২০ মে, ২০১৭/ওয়াসিফ