ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের ভাগ্যটা যেন মোটেই ভালো যাচ্ছিল না। প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে বাধা হয়ে দাঁড়ায় বৃষ্টি। নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৫৮ রানের লক্ষ্য দিয়েও ম্যাচ জেতা হয়নি টাইগারদের। তবে শুক্রবার আয়ারল্যান্ডের বিপক্ষে পুরোপুরি ঘুরে দাঁড়িয়েছে মাশরাফিবাহিনী। ১৮২ রানের লক্ষ্যে ১৩৭ বল হাতে রেখেই ৮ উইকেটে ম্যাচ জিতে নেয় টিম বাংলাদেশ। গুরুত্বপূর্ণ এই ম্যাচে এমন রাজকীয় জয় পেয়ে সন্তুষ্ট টাইগার অধিনায়ক।
ম্যাচ শেষে মাশরাফি বলেন, ‘জেতা সবসময়ই আনন্দের। তবে আমি মনে করি ছেলেরা যেভাবে খেলেছে সেটা সবচেয়ে সন্তুষ্টির জায়গা। আমাদের ব্যাটিং-বোলিং নিয়ে আমি খুশি।’
এসময় টাইগার দলপতি আরও বলেন, ‘আমরা দ্রুত উইকেট তুলে নিতে পেরেছি, যেটা অনেক গুরুত্বপূর্ণ ছিল। শেষ ম্যাচে (নিউজিল্যান্ডের বিপক্ষে) এই কাজটা আমরা পারিনি। ব্যাট হাতেও অভিজ্ঞতার পরিচয় দিয়েছে দুই ওপেনার। তারা হাল ছাড়েনি, শেষ করে এসেছে।’
আয়ারল্যান্ডের বিপক্ষে শুরুটা সত্যিই ভালো হয়েছিল বাংলাদেশের। প্রথম ১৫ ওভারের মধ্যেই তুলে নিয়েছিল তিনটি উইকেট। আইরিশ স্কোরবোর্ডে তখন জমা হয়েছিল মাত্র ৬১ রান। মুস্তাফিজ আর মাশরাফির দারুণ বোলিংয়ে এই শুরুর ধাক্কাটা আর সামলে নিতে পারেননি আইরিশ ব্যাটসম্যানরা। ৪৬.৩ ওভার ব্যাটিং করে মাত্র ১৮১ রানেই গুটিয়ে গিয়েছিল আয়ারল্যান্ডের ইনিংস।
জবাব দিতে নেমে সহজ লক্ষ্যটা যেন আরও সহজ বানিয়ে ফেললেন তামিম ইকবাল ও সৌম্য সরকার। ৯৫ রানের উদ্বোধনী জুটি গড়লেন দুই বা-হাঁতি। তামিম ৪৭ রান করে ফিরে যান। সৌম্য সরকার অপরাজিত থাকলেন ৮৭ রানে। শেষের দিকে বড় ইনিংসের ইঙ্গিত দিয়েছেন সাব্বিরও। ৩৫ রানের ইনিংস খেলেছেন তিনি।
এমন জয়ের পর মাশরাফি এক কথায় বলেই দিলেন, ‘ছেলেরা যেভাবে খেলেছে, সেটিই আমাদের কাছে বেশি তৃপ্তিদায়ক।’
বিডি-প্রতিদিন/২০ মে, ২০১৭/ওয়াসিফ