ত্রিদেশীয় সিরিজে জয়ের মুখ দেখেছে বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত ও নিউজিল্যান্ডের বিপক্ষে হারের পর নিজেদের তৃতীয় ম্যাচে আইরিশদের বিপক্ষে দুর্দান্ত এক জয় তুলে নেয় টাইগার একাদশ। এ ব্যাপারে বাংলাদশের হয়ে সব ফরমেটে সর্বোচ্চ রানের মালিক তামিম মনে করনে, এই জয়ই আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদশেকে ভালো খেলায় উৎসাহ দবে।
এ ম্যাচে ৪৭ রান করা এই ওপেনার বলেন, ‘এখান থেকে ম্যাচ জিতে ইংল্যান্ড যেতে পারলে খুব ভাল হয়। এখানে কম-বেশি সবাই দু'টি করে ইনিংস খেলেছে। কীভাবে কি করতে হবে সেটা সবাই বুঝে ফলেছে। শুরুতে সময় নিতে হয়। উইকেটে সেট হয়ে বাজে বলের জন্য অপেক্ষা করতে হয়।’ এসময় ইংল্যন্ডের উইকেট নিয়ে তামিম বলেন, ইংল্যন্ডের উইকেট আয়ারল্যান্ডের এই উইকেটের চেয়ে অনেক ভিন্ন হবে। ফ্ল্যাট উইকেটে অস্ট্রলিয়া, ইংল্যান্ড কিংবা নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা সহজ হবে না। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাই আমাদেরও ভালো সুযোগ থাকবে।'
প্রসঙ্গত, জুনের ১ তারিখ থেকে ইংল্যান্ডের মাটিতে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। এই টুর্নামেন্টে গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে আছে স্বাগতিক ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।
বিডি-প্রতিদিন/২০ মে, ২০১৭/ওয়াসিফ