সদ্যই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়া পাকিস্তানি ক্রিকেটার ইউনিস খানের বিশ্বাস দেশের ক্রিকেটকে দেয়ার মত এখনো অনেক কিছুই তার মধ্যে আছে এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে প্রস্তাব পেলে যে কোন অবস্থানে থেকে দেশের সেবা করতে পারলে খুশি হবেন তিনি।
ক্যারিয়ারে ১১৮ টেস্ট খেলা এবং লংগার ভার্সনে পাকিস্তানি প্রথম ব্যাটসম্যান হিসেবে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করা ইউনিস বলেন প্রথমে তিনি পরিবারকে সময় দেয়ার জন্য কিছু দিন বিশ্রাম নেবেন এবং তারপর ক্রিকেটে কোচিং পেশায় ফিরবেন।
স্কাই স্পোর্টসকে ইউনিস বলেন, "আমার কিছু পরিকল্পনা আছে। তবে প্রথমে আমি আমার পরিবারকে মহামূল্যবান কিছু সময় দিতে চাই। কেননা, আমার ক্যারিয়ারে উত্থান-পতনের মাঝেও যারা আমার পাশে থেকেছে তাদেও মধ্যে একটি হলো আমার পরিবার। আমি মনে আমার জীবনের একটি পর্ব শেষ হয়ে গেছে এবং জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ পর্ব শুরু হতে যাচ্ছে। "
পাকিস্তানের সেবা করার ইচ্ছে পোষণ করেন ইউনিস, কেবলমাত্র ক্রিকেট নয় অনেক ক্ষেত্রেই আমি দেশকে সেবা দিতে চাই।
তিনি আরো বলেন, "আমার দ্বারা সম্ভব যে কোন পথে আমি আমার দেশকে সাহায্য করতে চাই। পাকিস্তানের তরুণ ক্রিকেটারদের উন্নতিকল্পে ভবিষ্যতে পিসিবির সঙ্গে কাজ করতে পারলে আমি খুশি হবো।
টিম ম্যান-সতীর্থদের কাছ থেকে সর্বকালের সেরা ব্যাটসম্যানদের একজন এবং একই সঙ্গে একজন ভাল মানুষ হিসেবে স্বীকৃতি পাওয়া ইউনিস বলেন, ৩৪ সেঞ্চুরি, ১০ হাজার টেস্ট রান, টেস্ট খেলুড়ে সকল দেশের বিপক্ষে সেঞ্চুরি হাকানো কিংবা অভিষেক টেস্টেই শত রান করা একজন ব্যাটসম্যান হিসেবে স্মরণীয় হয়ে থাকতে চান না তিনি। তার কাছে এ সকল পরিসংখ্যান কোন বিষয় নয়।
তিনি আরো বলেন, আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে আমি একজন 'টিম ম্যান' হিসেবে স্মরণীয় হয়ে থাকতে চাই। যার কাছে সবার আগে দেশ, যে নিজের জন্য নয়, সব সময় দেশের জন্য খেলেছে আমি তেমন একজন হিসেবে স্মরণীয় হয়ে থাকতে চাই। আমি একজন ক্রিকেটার হিসেবে স্মরণীয় হতে চাই যে নিজের দেশের জন্য খেলেছে, শ্রদ্ধা অর্জন করেছে, দলের জন্য খেলেছে, নিজের জন্য নয়।
বিডি প্রতিদিন/ ২০ মে ২০১৭/আরাফাত