গোটা আশির দশক জুড়ে ক্রিকেট দুনিয়ায় ‘ফ্যাব ফোর’ অলরাউন্ডার বলতে ভেসে উঠত তাদের চারজনের নাম। ইমরান খান, রিচার্ড হ্যাডলি, ইয়ান বথাম এবং কপিল দেব। সেই কপিলই শুক্রবার সর্বভারতীয় একটি দৈনিকে যে দাবি তুলেছেন তাতে ক্রিকেট অনুরাগীমহলে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হোয়েছে। ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী ভারতীয় অধিনায়ক রাখঢাক না করেই বলেছেন, ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার বেন স্টোকস শুধু এই প্রজন্মের নন, তাদের চারজনের চেয়েও সেরা।
কপিল দেবের অভিমত, "আমাদের সকলেরই উচিত এই প্রজন্মের সেরা ক্রিকেটারদের যথাযথ সম্মান দেখানো। ওরা সত্যিই অনেক এগিয়ে। যদি আমাকে প্রশ্ন করেন আমাদের সময়কার সেরা চার অলরাউন্ডার হিসেবে যাদের নাম উঠে আসত সেই ইমরান, হ্যাডলি, বথাম বা আমার চাইতেও স্টোকস এগিয়ে কি না তাহলেও বলব হ্যাঁ ওই সেরা।"
তিনি আরও বলেন, "জানি অনেকেই বলবেন এভাবে দুই প্রজন্মের তুলনা হয় না। সত্যিই হয় না তবু এটা তো স্বীকার করতেই হবে এখনকার ক্রিকেটারদের অনেক বেশি খেলতে হয়। চাপ সামলাতে হয়। একইসঙ্গে ক্রিকেটের তিন ঘরাণায় সমানতালে পারফর্ম করতে হচ্ছে ওদের। আমি এই প্রজন্মের ক্রিকেটারদের সত্যিই আমাদের চেয়ে এগিয়ে রাখি।"
বিডি প্রতিদিন/ ২০ মে, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৮