অলিম্পিক হয়েছে, এখনও এক বছরও হয়নি। তার মধ্যেই সেই পদকে ধরা পড়ছে খুঁত। পদকের রঙ চটে যাচ্ছে। সেই সঙ্গে দেখা যাচ্ছে পদকের গায়ে কালো কালো ছোপ। আর এর জেরে আয়োজকদের পদক ফিরিয়ে দিচ্ছেন অ্যাথলিটরা।
১৩০–এরও বেশি পদক ইতিমধ্যেই ফেরত দেওয়া হয়েছে। যার মধ্যে বেশিরভাগই ব্রোঞ্জ পদক। শুধু অলিম্পিকের পদক নিয়েই এই কাণ্ড ঘটেছে তা নয়। একই ঘটনা প্যারালিম্পিকেও ঘটেছে। ব্রাজিলিয়ান মিন্ট তৈরি করেছিল ২০১৬ সালের অলিম্পিক আর প্যারালিম্পিকের পদক।
অলিম্পিক আয়োজক কমিটির মুখপাত্র আন্দ্রাদা জানিয়েছেন, "পদকে ত্রুটি বা খুঁত দেখা দেওয়া নতুন কোনও ঘটনা নয়। সাধারণত এই ধরনের ঘটনা ঘটে হাত থেকে পদক পড়ে গেলে বা যত্ন করে তা না রাখলে। যেখানে ক্ষতি হয়েছে সেই অংশে কালো দাগ–ছোপ দেখা দেয় তখন। আরও একটি কারণে পদকের রঙ চটে যাওয়া বা বদলে যাওয়ার ঘটনা ঘটে। অতিরিক্ত ঠান্ডায় দীর্ঘ সময় ধরে পদক থাকলে, ক্ষতি হয়। তবে এই ধরনের সমস্যার মুখোমুখি হন খুব সামান্য সংখ্যক অ্যাথলিটই।"
আন্দ্রাদা আরও জানিয়েছেন, "তাদের কাছে প্রথম অভিযোগ আসে গত বছর অক্টোবরে। কিন্তু তাঁর মতে, এটা ব্যতিক্রমী কোনও ঘটনা নয়। এমনটা হতেই পারে।"
বিডি প্রতিদিন/ ২০ মে, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১০